বান্ধবীকে দামি গাড়ি উপহার, কোটি কোটির সম্পত্তি ! গ্রেফতার কনস্টেবল

বান্ধবীকে দামি গাড়ি উপহার, কোটি কোটির সম্পত্তি ! গ্রেফতার কনস্টেবল
পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদার, বীরভূম : বীরভূমে (Birbhum) আরেক সায়গল হোসেনর হদিশ ! রাজ্য পুলিশের হাতে ধৃত কনস্টেবল। রামপুরহাট থানার কনস্টেবলের কোটি কোটির সম্পত্তি, বান্ধবীকে দামি গাড়ি উপহার দেওয়ার অভিযোগ। পুলিশ কনস্টেবলের কোটি টাকার সম্পত্তি। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার রামপুরহাট থানার কনস্টেবলকে।

দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশ। হিসাব বর্হিভূত অর্থে অভিযোগের তদন্তে নেমে দুর্নীতি দমন শাখা জানতে পেরেছে, কনস্টেবল মনোজিৎ বাগীশের নামে ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। রামপুরহাট থানার (Rampurhat Police Staion) কনস্টেবলের নামে মোট ১২ টি ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ৭৬ লক্ষ টাকার এফডি রয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, কনস্টেবলের নামে প্রায় ১০ লক্ষ টাকার জীবন বিমা রয়েছে। সঙ্গে জানা গিয়েছে, বান্ধবীকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার দিয়েছিলেন অভিযুক্ত কনস্টেবল। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া কনস্টেবলের বাড়ি বারুইপুরে।

সূত্রের খবর, বাড়ি, জমি-সহ এসিবির নজরে মনোজিতের আরও সম্পত্তি। অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করার পর আদালতে পেশ করলে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ আদালতের। কনস্টেবলের গ্রেফতারির পর থেকে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বারুইপুরে তাঁর ঝাঁ-চকচকে বাড়ি রয়েছে। যে এলাকায় গ্রেফতার মনোজিৎ বাগীশ থাকেন, সেখানকার স্থানীয়দের বক্তব্য চাকরি পাওয়ার পর থেকেই ক্রমশ বদলে যেতে থাকে তাঁর আর্থিক পরিস্থিতি। কনস্টেবলের চাকরি পাওয়ার কীভাবে এরকম ঝাঁ চকচকে বাড়ি তৈরি করলেন মনোজিৎ, তা নিয়ে তাঁর বাড়ির এলাকার স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছিল প্রশ্ন।

প্রথমে হাওড়া সিটি পুলিশ ও তারপর হাওড়া গ্রামীণ পুলিশে কর্মরত মনোজিৎ বর্তমানে রামপুটহাট থানায় কনস্টেবলের পদে চাকরি করছিলেন। হিসাব বহির্ভূত সম্পত্তির তদন্তে নেমে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন তথ্য দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় দুর্নীতি দমন শাখার। বিপুল সম্পত্তি উদ্ধার হওয়ার পর তাঁদের আশঙ্কা, আরও ফ্ল্যাট-সম্পত্তি থাকতে পারে গ্রেফতার হওয়া কনস্টেবলের। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তাঁর কাছে এল তা নিয়ে তথ্য জানতেই অভিযুক্ত কনস্টেবলকে হেফাজতে নিয়েছে পুলিশ।

(Feed Source: abplive.com)