বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন? বিপত্তি এড়াতে জেনে রাখুন দরকারি বিষয়গুলি

বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন? বিপত্তি এড়াতে জেনে রাখুন দরকারি বিষয়গুলি

বিদেশে যাওয়ার শখ বহু পড়ুয়ার। বিদেশে পড়ার খরচ কিংবা বিদেশের জীবনযাত্রা সম্পর্কে ধারণা খুব কম ব‍্যক্তিরই রয়েছে। কানাডায় গিয়ে পড়াশোনা করা বা চাকরি করা যদি আপনার স্বপ্ন হয় তবে এই প্রতিবেদন আপনার জন্য। বর্তমানে কানাডায় স্নাতকোত্তর করছেন এমন এক ছাত্র নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।

জাকিয়া গুজরাতের বাসিন্দা। গুজরাট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর তিনি একটি বেসরকারী কোম্পানিতে কাজ শুরু করেন। পরে তিনি উচ্চশিক্ষার জন‍্য কানাডা গিয়ে মনস্থির করেন।

বর্তমানে তিনি কানাডার কিংস্টনে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছেন। জাকিয়া নিজেই জানালেন কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি কোন কোন সমস‍্যার সম্মুখীন হয়েছেন। পাশাপাশি চাকরির জন‍্য ঠিক কি প্রতিবন্ধকতা আসতে পারে কানাডায়।

জাকিয়ার মতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন দেশে যাবেন, কীভাবে যাবেন সে বিষয়ে পরিষ্কার হওয়া দরকার। যেমন, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, পিআর ছাড়াই বিদেশে যাওয়া যায়। এর পাশাপাশি বিদেশ যেতে কত খরচ হবে তার একটা হিসেবও করা দরকার।

বেশ কিছু দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সরকারের কাছে দেখাতে হবে, এই বিষয়গুলিও মাথায় রাখা উচিত। সেখানে যাওয়ার খরচও কলেজের ফি ইত্যাদি বিবেচনায় নিতে হবে। লোন নেওয়ার কথা ভাবলে কীভাবে লোন শোধ করবেন তা আগে থেকে ভেবে রাখতে হবে। আগে থেকে ভেবে এগোলে বিদেশে গিয়ে খুব বেশি ঝামেলায় পড়বেন না।

(Feed Source: news18.com)