ত্রিপুরাঃ নির্বাচনী বিধি ভঙ্গের নালিশ সিপিএমের, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে জবাব তলব EC’র

ত্রিপুরাঃ  নির্বাচনী বিধি ভঙ্গের নালিশ সিপিএমের, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে জবাব তলব EC’র

প্রিয়াঙ্কা দেব বর্মন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছিলেন সিপিএম নেতৃত্ব। এবার সেই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে শোকজ নোটিশ পাঠাল কমিশন। তিনদিনের মধ্যে তার উত্তর দেওয়ার জন্যও বলা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিব গৌতম চক্রবর্তীর কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। রবিবারের সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারি সফর আর নির্বাচনী প্রচার দুটো একসঙ্গে কোনও মন্ত্রী করতে পারবেন না। রাজনৈতিক কাজে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। পথে কোনও পার্টি অফিস পড়লেও তাতেও সরকারি গাড়িতে চেপে যাওয়া যাবে না।

এদিকে গত ২৮ মে সিপিএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। তাঁর অভিযোগ ছিল সরকারি গাড়ি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করে তিনি বিধি ভঙ্গ করেছেন। সরকারি কাজের সঙ্গে তিনি নির্বাচন সংক্রান্ত কাজ এক সঙ্গে করেছেন।

তিনি ওই চিঠিতে লিখেছেন, সেই ট্যুর প্রোগ্রামে দেখা যায়  তিনি হেলিকপ্টারে সফর করছেন, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলাতে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। কিন্তু সেখানে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তিনি।

(Source: hindustantimes.com)