চক ডাস্টার হাতে পড়ুয়াদের ক্লাসে খোদ বিডিও! দিলেন মানুষ ভাল হয়ে ওঠার পাঠ

চক ডাস্টার হাতে পড়ুয়াদের ক্লাসে খোদ বিডিও! দিলেন মানুষ ভাল হয়ে ওঠার পাঠ

মুর্শিদাবাদ: চক ডাস্টার হাতে পড়ুয়াদের ক্লাস নিলেন খোদ বিডিও। শনিবার হরিহরপাড়া থানার বারুই পাড়া উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠেই চলছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করার পর ফেরার পথে হঠাৎ বারুইপাড়া উচ্চ বিদ্যালয় স্কুলে ঢুকে পড়েন হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক। স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন, পড়ুয়াদের ঠিকমতো মিডডে মিল দেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখেন। এরপরেই হঠাৎ চলে আসেন নবম শ্রেণীর ক্লাসে। রীতিমতো চক ডাস্টার হাতে নিয়ে ইংলিশ ক্লাস করান।

ক্লাসের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পড়াশোনায় তাদের অসুবিধা কোথায়, তা জেনে শিক্ষকদের বিশেষ গুরুত্ব দেওয়ার আবেদন জানান। জীবনে এগিয়ে চলা লক্ষ্যে ভাল ভাবে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা এবং প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য পড়ুয়াদের পরামর্শ দেন। বিডিও ক্লাস নেওয়ায় খুশি পড়ুয়ারা।

নবম শ্রেনীর ছাত্র হাবিবুর শেখ বলে, “বিডিও স্যার আমাদের ক্লাস নেওয়ায় খুব ভাল লাগল। উনি আমাদের ইংলিশ ক্লাস করান। পড়াশোনা করে সমাজকে নুতন দিশায় নিয়ে যেতে আমাদের পরামর্শ দিয়েছেন।” ক্লাস চলাকালীন ছাত্রী জুয়েলী নাসরিন বিডিও রাজা ভৌমিককে জানায়, সে ব্লক এবং মহকুমা স্তরে ফুটবল খেলায় প্রথম হয়েছে। শুনে খুশি হয়ে তিনি স্কুলের পাশের একটি দোকান থেকে তাকে ফুটবল কিনে দেন।

জুয়েলী বলে, “আমি ফুটবল খেলি জানতে পেরে বিডিও স্যার আমাকে একটি ফুটবল উপহার দিয়েছেন। আমি খুব খুশি। বিডিও রাজা ভৌমিক বলেন, দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে গিয়ে বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যাই। স্কুলে পড়াশোনা কেমন চলছে, সঠিক গুণমান বজায় রেখে পড়ুয়াদের মিডডে মিল দেওয়া হচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখি। সেইসঙ্গে ক্লাসে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সময় কাটিয়ে পড়াশোনায় উৎসাহিত করার প্রচেষ্টা করি।

(Feed Source: news18.com)