‘বয়স অনুযায়ী তো আচরণ করুন!’ সংসদে অমিত শাহের নিশানায় তৃণমূল সাংসদ

‘বয়স অনুযায়ী তো আচরণ করুন!’ সংসদে অমিত শাহের নিশানায় তৃণমূল সাংসদ

নয়াদিল্লি: সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন তৃণমূল সাংসদ সৌগত রায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তৃণমূলের প্রবীণ সাংসদকে বয়সের সঙ্গে মানানসই আচরণ করারও পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

ঘটনার সূত্রপাত এ দিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুল গান্ধির বক্তব্যকে কেন্দ্র করে৷ মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন কংগ্রেসের পক্ষ থেকে জাত গণনা করার দাবি তোলা হয়৷ রাহুল গান্ধিও অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সরকারের শীর্ষ স্তরের আমলাদের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সেভাবে নেই৷

রাহুল গান্ধি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের ৯০ জন সচিবের মধ্যে মাত্র তিন জন ওবিসি সম্প্রদায়ের৷ এই সূত্র ধরে রাহুলও জাত সমীক্ষার দাবি জানান৷

রাহুলের অভিযোগের জবাব দিতে গিয়ে অমিত শাহ পাল্টা বলেন, ‘কয়েকটি এনজিও ছোট ছোট চিরকুটে প্রশ্ন লিখে দেয়, আর এরা সেগুলো এখানে তুলে ধরে৷’

অমিত শাহ যখন বক্তব্য রাখছিলেন, তখন বিরোধী শিবির থেকে সৌগত রায় পাল্টা কিছু বলতে যান৷ তখনই তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন সংসদ ভবনে তো অন্তত নিজের বয়সের সঙ্গে মানানসই আচরণ করুন!’ সেই সময় অবশ্য রাহুল গান্ধি সংসদে ছিলেন না৷

অমিত শাহ বলেন, ‘কিছু মানুষ মনে করে আমলারাই দেশ চালান৷ আমার মনে হয় সরকার দেশ চালায়৷ ৮৫ জন বিজেপি সাংসদ এবং ২৯ জন কেন্দ্রীয় মন্ত্রী ওবিসি সম্প্রদায়ের৷’

(Feed Source: news18.com)