পথ কুকুরদের আতঙ্ক দূর করতে কী ব্যবস্থা নেওয়া হবে? কোনও অন্তর্বর্তী রায় দিল না SC

পথ কুকুরদের আতঙ্ক দূর করতে কী ব্যবস্থা নেওয়া হবে? কোনও অন্তর্বর্তী রায় দিল না SC

পথ কুকুরদের নিয়ে আতঙ্ক দূর করতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে কোনও অন্তবর্তী আদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, পথ কুকুরদের নির্মূল করতে যে দেশের বিভিন্ন রাজ্য স্থানীয় যে ব্যবস্থা রয়েছে তা নিয়ে একগুচ্ছ পিটিশন জমা পড়েছে। সেই পিটিশনগুলি আদালত দেখতে শুরু করেছে আগামী ১৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

বিচারপতি জেকে মহেশ্বরী এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ বলে,’আমরা কোনও অন্তবর্তী নির্দেশ দিতে চাই না। আমরা আইন মেনে একটি গাইডলাইন দিতে চাই। সেটাই এই বিষয়ে সবচেয়ে ভাল সমাধান হবে।’

কেরলে পথ কুকুরদের নিয়ে সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সুপ্রিম কোর্টের নিযুক্ত প্যানেল এ নিয়ে একটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে মাত্র ৪ মাসে দু’লাখের বেশি পথ কুকুর মানুষকে কামড়েছে। এই কামড়ে ২১ জন মারা গিয়েছে। কেরলের শহল কুন্নুরের প্রশাসন পথ কুকুরদের নির্মূল করার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছে। কারণ শুধু ওই জেলা থেকেই প্রতিদিন ৩০টি করে কুকুর কামড়েছে মানুষকে।

এই কুকুরের কামড় নিয়ে কেরলের শিশু অধিকার কমিশনও পৃথক ভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতকে জানিয়েছে, কী ভাবে শিশুরা লক্ষ্যবস্তু হয়ে উঠছে কুকুরের।

আদালত বলে,’এ বিষয়ে কিছুটা সংবেদনশীলতা থাকতে হবে। আমরা চাই যে আপনিও এ নিয়ে সচেতন হোন।’ শুনানিতে বলা হয় মামলার পক্ষকে শুনানির বিষয়ে নোটিশ দেওয়া হয়নি। তাই ১৮ অক্টোবর মামলার ফের শুনানি হবে।

বাদী-বিবাদী দুপক্ষের আইনজীবীকে প্রয়োজনীয় নথি দাখিল করতে বলা হয়েছে।

কেরল সরকারের পক্ষে প্রবীণ আইনজীবী ভি গিরি বলেন, প্রাণী জন্মনিয়ন্ত্রণ বিধি ২০০১ এবং এ সংক্রান্ত স্থানীয় আইনের বিরোধের নিস্পত্তি করার প্রয়োজন। যা পথ কুকুরের আতঙ্ক দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

(Feed Source: hindustantimes.com)