ইসি বৈঠকের আগে সুর চড়ছে যাদবপুরে, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবি

ইসি বৈঠকের আগে সুর চড়ছে যাদবপুরে, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবি

কলকাতা:  আগামী ২৬ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মসমিতির বৈঠক বসছে। দীর্ঘ কয়েক মাস বাদে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক বসতে চলেছে। আসন্ন কর্ম সমিতির বৈঠককে ঘিরে ফের আন্দোলনের সুর চড়তে শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যলয়ে। বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন বা জুটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি তৈরি হয়েছিল তার রিপোর্ট কর্মসমিতির বৈঠকে পেশ করার দাবি জানানো হয়েছে।

শুধু তাই নয়, সেই চিঠিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন দাবি করেছে ছাত্র-মৃত্যুর মতো দুঃখজনক ঘটনায় দোষীরা শাস্তি না পেলে তারা আর উৎসাহিত হবে। সে ক্ষেত্রে দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও প্রশ্ন থাকবে বলেও জানানো হয়েছে সেই চিঠিতে।

যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনের তরফে পাঠানো যে চিঠি সেখানেই এটা উল্লেখ করা হয়েছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন হয়েছিল ছাত্র-মৃত্যুর তদন্ত করতে। র‍্যাগিংয়ের অভিযোগ ইউজিসি থেকে পড়ে আসে। পাশাপাশি চিঠিতে এটাও বলা হয়েছে এই রিপোর্ট জমা পড়ার পর নতুন যে অ্যান্টি র‍্যাগিং কমিটি বা স্কোয়াড পাঠানো যায় না।

সেক্ষেত্রে গোটা বিষয়টিকে বিধিসম্মত হওয়ারও দাবি রেখেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বিশ্ববিদ্যালয়ের আগামী মঙ্গলবারের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ছাত্র মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। তবে তদন্ত কমিটির রিপোর্ট এই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে পেশ করা হবে নাকি তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর তাকে কেন্দ্র করে এ বার বিশ্ববিদ্যালয়ের সুর ফের চড়তে চলেছে।

অন্য দিকে মঙ্গলবারের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠককে কেন্দ্র করে আন্দোলনের ও আশঙ্কা রয়েছে। ঐ দিন ছাত্রদের তরফেও দাবি করা হতে পারে দোষী ছাত্র-ছাত্রীদের শাস্তির। যদিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের চিঠির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছাত্রনেত্রী তদন্ত রিপোর্ট প্রকাশ এবং দোষীদের শাস্তির দাবি নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় এর কর্ম সমিতির বৈঠকে যে কার্যত ফের উত্তপ্ত হতে চলেছে তাতে কার্যত কোন সন্দেহ নেই বলেই মনে করা হচ্ছে।

(Feed Source: news18.com)