অসংসদীয় মন্তব্যের জন্য বিজেপি সংসাদ রমেশ বিধুরীকে সতর্ক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকার তাঁকে জানিয়েছেন আগামী দিনে এই ধরনের আচারণ করলে সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বিএসপি সাংসদ দানিশ আলিকে ‘সন্ত্রাসবাদী’ বলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। বারবার তাঁকে মুসলিম বলে কটুক্তিও করেন। তাঁর ঠিক পাশেই বসে ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বিধুরীর এই মন্তব্যের জন্য হাসতে থাকেন। যদিও তাঁর এই বক্তব্য সংসদের রেকর্ড থেকে বাদে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর বিএসপি সাংসদ স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। বিজেপি সাংসদের এই ‘ঘৃণা মন্তব্যের’ জন্য ক্ষমা চান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘সাংসদের আচারণে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি তার জন্য দুঃখপ্রকাশ করছি।’
বিধুরীর বক্তব্যের ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিয়োটি শেয়ার করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, ‘মুসলিম ও ওবিসিদের গালাগালি করা বিজেপির সংস্কৃতির অবিচ্ছেদ্দ অঙ্গ-বেশির ভাগই এখন আর এতে কোনও ভুল দেখেন না। ভারতীয় মুসলমানরা তাদের নিজেদের ভূমিতে আতঙ্কে বাস করছেন এবং সবকিছু হাসি মুখে সহ্য করছেন। ‘
তৃণমূল সাংসদ অবিলম্বে স্পিকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তিনি লেখেন,’স্পিকার আমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারেন। আমি কোনও কমিটির মুখোমুখি হতেও রাজি। তবু আমি জিজ্ঞাসা করছি কেন রমেশ বিধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?’
বৃহস্পতিবার স্পিকারের কাছে চিঠি লিখে অভিযোগ জানান বিএসপি সাংসদ। লোকসভার এক আধিকারিক জানয়েছেন, স্পিকার ওম বিড়লা বিজেপি সাংসদ রমেশ বিধুরীকে ডেকে পাঠান। তাঁকে এই ধরনে ভাষা প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেন। স্পিকারে এই কর্মপদ্ধতি নিয়েও প্রশ্ন উঠছে। এক সংসদ সংদস্যকে এই ভাবে লোকসভার বাইরে ডেকে পাঠিয়ে সতর্ক করে পারেন?’
(Feed Source: hindustantimes.com)