IND vs AUS: মহম্মদ শামি একাই ৫ উইকেট, ভারতকে ২৭৭ রান টার্গেট দিল অস্ট্রেলিয়া

IND vs AUS: মহম্মদ শামি একাই ৫ উইকেট, ভারতকে ২৭৭ রান টার্গেট দিল অস্ট্রেলিয়া

মোহালি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জ্বলে উঠলেন মহম্মদ শামি। বুঝিয়ে দিলেন এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চে তাকে বসিয়ে রাখা হলেও তিনি ফুরিয়ে যাননি। মহম্মদ শামির ৫ উইকেটের সৌজন্য অস্ট্রেলিয়ার মত শক্তিশালী ব্যাটিংলাইন সমৃদ্ধ দলকে ২৭৬ রানে বেঁধে রাখল ভারতীয় দল। দীর্ঘ দিন পর দলে ফিরে একটি উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিনও।

এদিন মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিরিজের প্রথম ২টি ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পাওয়া কেএল রাহুল। ইনিংসে ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথের ৯৪ রান এবং মার্কাস স্টয়নিস-জস ইংলিশের ৬২ রানের পার্টনারশিপ গড়েন। এছাড়া অজিদের ইনিংসে তেমনভাবে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। এছাড়া ৪৫ জশ ইংলিশ, ৪১ স্টিভ স্মিথ, ৩৯ মার্নাস লাবুশানে, ৩১ ক্যামেরন গ্রিন ও ২৯ রান করেন মার্কাস স্টয়নিস।

এদিন ভারতীয় বোলারদের মধ্যে শুরু থেকেই দারুণ ছন্দে বোলিং করেন মহম্মদ শামি। এদিন শামির বোলিংয়ে লেন্থ, সুইং ও সিম মুভমেন্টের প্রশংসা করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিন শামির উইকেটের তালিকায় মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাট শর্ট, সিন অ্যাবট। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন শামি। এদিন শামির বোলিং বিশ্বকাপের আগে যেন বার্তা তিনি সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।

এছাড়া এদিন যার দিকে নজর ছিল সকলের সেই রবিচন্দ্রন অশ্বিনও খুব একটা নিরাশ করেন। ১০ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল তাঁর বোলিংয়ে। এছাড়া একটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। জয়ের জন্য ভারতের টার্গেট ২৭৭।

(Feed Source: news18.com)