সমর্থকদের পাশে মোহনবাগান, রাতের ম্যাচে অতিরিক্ত বাস, মেট্রোর আর্জি জানিয়ে চিঠি সরকারকে

সমর্থকদের পাশে মোহনবাগান, রাতের ম্যাচে অতিরিক্ত বাস, মেট্রোর আর্জি জানিয়ে চিঠি সরকারকে

কলকাতা: আইএসএলে আগামীকাল যুবভারতীয় স্টেডিয়ামে (Yu) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan Supergiant) ও পাঞ্জাব এফসি (Punjab FC)। এবারের টুর্নামেন্টে রাতের ম্যাচগুলো শুরুর সময় রাত ৮টা থেকে। এত রাতে ম্যাচ শুরু হলে স্বভাবতই দর্শকদের জন্য খেলা শেষ বাড়ি ফেরার একটা সমস্যা থেকেই যায়। কারণ অত রাতে বাস বা মেট্রো পাওয়ার সম্ভাবনা খুবই কম। এতে বেশ ভোগান্তির মুখে পড়তে হয় সমর্থকদের। যে কথা ভেবে এবার পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি পাঠাল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে ও এএফসি কাপে মোহনবাগানের ম্যাচের দিন যাতে বাসের সংখ্যা কিছু বাড়ানো হয়, সে বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

আইপিএলে বা শহরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আসর থাকলে এমনটা দেখতে পাওযা গিয়েছে আগেও। মেট্রো ও বাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। সরকারি বাস ও মেট্রো পরিষেবার সময়ও বাড়ানো হয়। এবারের আইএসএলের রাতের ম্যাচ শুরু ৮টায়। সেক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী ৯.৪৫ এ ম্যাচ শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে মাঠ থেকে খেলা দেখে বেরোতে বেরোতে ১০টার বেশি হয় যাবেই দর্শকদের। সে কথা ভেবেই স্টেডিয়াম থেকে সায়েন্স সিটি, ধর্মতলা ও উল্টোডাঙ্গা রুটে অতিরিক্ত বাস যাতে চালানো হয়, সে বিষয়ে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সরকারকে। শিয়ালদহ- স্টেডিয়াম রুটের মোট ২টো বাস, স্টেডিয়াম থেকে সায়েন্স সিটি রুটের ২টো বাস ও উল্টোডাঙ্গা রুটের ৪টি অতিরিক্ত বাস চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও ম্যাচ শেষে সেক্টর ৫ শিয়ালদহ রুটে তিনটে মেট্রো চালানোর জন্য আবেদন জানানো হয়েছে ক্লাবের তরফে। মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অতিরিক্ত ৩টি মেট্রো চালানোর অনুরোধ করা হয়েছে।

আইএসএল কাল আমনে সামনে মোহনবাগান-পাঞ্জাব

একটা দল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন। আর একটি দল এই প্রথমবার টুর্নামেন্টে খেলতে নামছে। আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগে  মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট ও পাঞ্জাব এফসি। সবুজ মেরুন বাহিনী হুয়ান ফেরান্দোর কোচিংয়েই গত বছর এই টুর্নামেন্টে খেতাব ঘরে তুলেছিল। এবারও ডুরান্ড কাপ জিতেছে তাঁরা। এএফসি কাপেও দুর্দান্ত ফর্মে রয়েছে দল। অন্যদিকে পাঞ্জাব এফসির আই লিগ থেকে পদন্নতি হয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২২-২৩ মরসুমে আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব। যুবভারতী স্টেডিয়ামে রাত ৮টা শুরু হবে ম্যাচ।

(Feed Source: abplive.com)