India on Pakistan: ‘অনেক হয়েছে, এবার কাশ্মীর থেকে হটো’! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের; না হলে কি…

India on Pakistan: ‘অনেক হয়েছে, এবার কাশ্মীর থেকে হটো’! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের; না হলে কি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বরাজনীতিতে যত নিজের অবস্থান জোরদার করছে ভারত, তত সে বিভিন্ন ইস্যুতে আক্রমণাত্মক হয়ে উঠছে। নিজ্জর-প্রশ্নে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার পাশাপাশি এবার ভারত পাকিস্তানকে সরাসরি তাদের অধিকৃত কাশ্মীর ছেড়ে চলে যেতে বলল!

পাকিস্তানের বিরুদ্ধে দিনের পর দিন সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ আগেও তুলেছে ভারত। আবারও তুলল, পাশাপাশি হুঁশিয়ারির সুরে পাকিস্তানকে কাশ্মীর ছাড়তে বলল সে। রাষ্ট্রসংঘে কাশ্মীর-ইস্যু নিয়ে কথা বলেছে পাকিস্তান। এর জেরেই পাকিস্তানকে কড়া জবাব দিয়ে দিল ভারত। সন্ত্রাস নিয়ে তো বললই, পাশাপাশি পাক-অধিকৃত কাশ্মীর নিয়েও পাকিস্তানকে বার্তা দিল ভারত। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সম্প্রতি কাশ্মীর-ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে কথা বলেছেন। এর ঠিক পরেই ভারতের তরফে এই বার্তা।

রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট পাকিস্তানের উদ্দেশে বলেছেন, আন্তর্জাতিক ফোরামকে ভারতের বিরুদ্ধে অপপ্রচারের জন্যই মূলত ব্যবহার করে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সদস্যদেশগুলিও জানে, পাকিস্তান অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই সব করে।
পাকিস্তানকে জবাব দিতে গিয়ে ভারত এদিন পরিষ্কার করে বলে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনও অধিকারও নেই পাকিস্তানের।

ভারত এই প্রসঙ্গে পাকিস্তানকে একটা প্রেসক্রিপশনও ধরিয়ে দিয়েছে। পাকিস্তানকে বার্তা দিয়ে রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট বলে দিয়েছেন পাকিস্তানকে ঠিক কী কী করতে হবে–
১. দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে
২. অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে
৩. পাকিস্তানের সংখ্যালঘুদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের যে-ঘটনা ঘটে, তা বন্ধ করতে হবে।

(Feed Source: zeenews.com)