দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে বহুবার যাত্রীদের সচেতন করা হয়েছে যেন তাঁরা কোনও রকম অশালীন কাজকর্ম না করেন মেট্রোতে। এমন কিছু না করেন যাতে অন্য যাত্রীরা বিরক্ত বা বিব্রত হন। কিন্তু তাতে থোড়াই কেয়ার! আবারও দিল্লি মেট্রোর একটি ভিডিয়ো রীতিমত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি প্রেমী জুটি প্যাশনেট ভাবে একে অন্যকে মেট্রোর মধ্যে দাঁড়িয়ে চুমু খাচ্ছে। দিল্লি মেট্রোর একটি কামরার দরজার কাছে দাঁড়িয়ে ছিল সেই জুটি। বাকি যাত্রীদের এক প্রকার অবজ্ঞা করেই তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেন। তারপর গভীর চুম্বনে লিপ্ত হন। আশেপাশে যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁরা বিব্রত বোধ করে সরে গেলেও তাঁদের বিশেষ হেলদোল দেখা গেল না। কেউ কেউ আবার এসব দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। সবটা দেখে এমন মনে হচ্ছিল যেন তাঁরা এসব বহুদিন ধরেই অভ্যস্থ। পাত্তাই দিলেন না।
যদিও এই ভিডিয়োতে সেই জুটির কারও মুখ দেখা যাচ্ছে না। তাঁদের মুখ ব্লার করা ছিল। তবে এক্সের এই পোস্ট থেকে জানা গিয়েছে আনন্দ বিহারের কাছে এই ঘটনা ঘটেছে। সেই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, ‘দিল্লি মেট্রোর (OYO) আরেকটি ইমোশনাল ভিডিয়ো। আমরা হয়তো ভুলে গেছি প্রেম অন্ধ, মানুষ নয়।’
এই ভিডিয়ো পোস্ট হওয়ার পরই সেটা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এটা শেয়ার করেছেন। কেউ কেউ আবার মজাদার সব কমেন্ট করেছেন। এক ব্যক্তি রাগ প্রকাশ করে লেখেন, ‘ওই সময়ই দুটো থাপ্পড় মারা উচিত ছিল।’
যদিও এর আগে এমন ঘটনা ঘটার সময় দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছিল, ‘দিল্লি মেট্রোয় ভদ্রতা এবং সামাজিক নিয়ম মেনে চলবেন। দয়া করে কোনও অশালীন বা আপত্তিকর কাজকর্মে লিপ্ত হবেন না যাতে অন্যরা অসুবিধায় পড়েন। যদি কাউকে আবারও এমনটা করতে দেখা যায় তাহলে জানবেন সেটা কিন্তু সেকশন ৫৯ এর আওতায় দণ্ডনীয় অপরাধ।’
(Feed Source: hindustantimes.com)