সঞ্জয় ভদ্র: ‘সভ্য সমাজের পক্ষে উপযুক্ত নয়’। দলেরই সাংসদ রমেশ বিধুরির মন্তব্যের নিন্দা করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। শুধু তাই নয়, লোকসভার স্পিকারের কাছে তদন্তের দাবি জানালেন বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধেও।
ঘটনাটি ঠিক কী? লোকসভা তখন বিশেষ অধিবেশন চলছে। ভারতের চন্দ্রযান মিশনের সাফল্য নিয়ে আলোচনা হচ্ছিল। বৃহস্পতিবার সেই আলোচনায় অংশ নেন দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি। স্রেফ নিশানা করাই নয়, নিজের বক্তব্যের মাঝেই আচমকাই বিএসপি সাংসদ দানিশ আলির জাতপাত নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন তিনি।
এদিকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারে পুরো ঘটনাটাই প্রকাশ্য চলে আসে। কেন এমন মন্তব্য়? সংসদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়া কাউকেই অবশ্য প্রতিবাদ করতে দেখা যায়নি। শেষপর্যন্ত রমেশ বিধুরির ওই মন্তব্য় লোকসভা কার্যবিরণী থেকে বাদ দেওয়া হয়। কিন্তু বিতর্ক থামেনি।
এবার মুখ খুললেন বিজেপিরই আর এক সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর মতে, ‘বিধুরির ওই মন্তব্য সভ্য সমাজের পক্ষের উপযুক্ত নয়। ওই মন্তব্যের জন্য় কোনও নিন্দাই যথেষ্ট নয়’। তাহলে দানিশ আলির বিরুদ্ধে কেন তদন্তের দাবি? নিশিকান্তের অভিযোগ, ‘সংসদের রমেশ বিধুরি যখন বক্তব্য রাখছিলেন, তখন বিরুপ মন্তব্য় করছিলেন দানিশ’। এমনকী,সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছেন তিনি!
(Feed Source: zeenews.com)