বিধায়কের শপথ নিয়ে চরমে সংঘাত, রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর

বিধায়কের শপথ নিয়ে চরমে সংঘাত, রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর
কলকাতা: ভোটের ফল ঘোষণার ২ সপ্তাহ পার, এখনও শপথ নিতে পারলেন না জয়ী প্রার্থী। ধূপগুড়িতে (Dhupguri) জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত কবে নির্মলের শপথ? মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর। এর আগে চিঠি দিয়েও মেলেনি উত্তর, দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর: নিয়োগ ঘিরে বোস বনাম বসুর কথার লড়াইয়ের পর এবার নতুন করে সংঘাত তৈরি হয়েছে ধূপগুড়িতে জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে। আর এই প্রেক্ষাপটে সোমবার, মুখ্যমন্ত্রীর নির্দেশে, ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করতে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দ্বিতীয় চিঠি দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নির্মল রায় তো ফোন করেইছে। এলাকার মানুষও আমাকে ফোন করেছে যে, আমরা এখানকার মানুষ, আমরা পরিষেবা পাচ্ছি না। আমাদের অবিলম্বে ব্যবস্থা করে দেওয়া হোক, শপথগ্রহণের ব্যবস্থা করুন।সেই স্পিরিটটাকেই রাজ্যপালকে লিখে জানিয়েছি। এলাকার মানুষজন বলছেন যে তাঁরা পরিষেবা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আপনাকে চিঠি লেখার জন্য। সেইমতো আপনাকে চিঠি লিখে জানাচ্ছি, আপনি কাইন্ডলি স্পিকারকে অথরাইজ করে দিন। তাহলে এখনই ওঁর শপথবাক্যটা পাঠ করা হয়ে যায়।’’

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয় চলতি মাসের আট তারিখ। তৃণমূল প্রার্থীয় জয়ে, উত্তরবঙ্গের এই কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বিজেপির। কিন্তু, তারপর দু সপ্তাহের বেশি সময় কেটে গেলেও, বিধায়কপদে শপথ নিতে পারেননি জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। পরিষদীয় মন্ত্রীর দাবি, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পরই নির্মলচন্দ্রের শপথের জন্য রাজ্যপালের কাছে চিঠি পাঠান তিনি। রাজভবন থেকে সেই চিঠির জবাব আসে গত শুক্রবার। বলা হয়, শপথগ্রহণের জন্য শনিবার বিধানসভা খোলা রাখতে।  পরিষদীয় মন্ত্রী বলেন, “আমাদের তো শনি-রবি ছুটি থাকে। মানুষের অনেককিছু প্রোগ্রাম থাকে। একটা অফিস পুরো খোলা শনিবার দিন খুব অসম্ভব ব্যাপার। স্পিকার বলেছেন যে, শনিবার ছুটির দিন, কয়েকদিন আগে বলেও সম্ভব ছিল। কিন্তু আজকে বলে কালকে করে রাখা সম্ভব না।’’

এই পরিস্থিতিতে রাজভবন সূত্রে দাবি করা হয়, নির্মলচন্দ্র রায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, শনিবার বিকেল সাড়ে চারটের সময়, রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু, সেই খবর রাজ্য সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ। শেষমেশ শনিবার আর শপথ নিতে রাজভবনে উপস্থিত হননি ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলে দাবি করেছেন নির্মলচন্দ্র রায়। জয়ী তৃণমূল প্রার্থী বলেন, “ধূপগুড়ির মানুষ আমাকে নির্বাচিত করার পরে তাঁরা পরিষেবা পাচ্ছে না। সে তো অসুবিধা হচ্ছেই। কেন রাজভবন দেরি করছে, সেটা আমার অন্তত জানা নেই। পরিষদীয় মন্ত্রী উদ্যোগ নিচ্ছেন।’’

(Feed Source: abplive.com)