
বলা ভাল, প্রায় অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এশিয়ান গেমসের স্বেচ্ছাসেবকরা (Volunteers)। ১০ হাজার দর্শকাসনের স্টেডিয়াম ফাঁকা হওয়ার পর যে একাধিক ময়লার স্তূপ জড়ো হয়েছিল, সারারাত ধরে তা ঘেঁটে মোবাইল ফোনটি উদ্ধার করেছে তাঁরা। হংকংয়ের ১২ বছরের দাবা খেলোয়াড় যিনি সুইচড অফ অবস্থায় ফোনটি হারিয়েছিলেন, কার্যত আশাহত হয়ে পড়ার পরও ফের মোবাইল ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। ফোন হারানোর ২৪ ঘণ্টার মধ্যে বফোন ফিরে পেলেন লিউ টিয়ান-ই।
এশিয়ান গেমসের সোশাল সাইটে গোটা ঘটনাটির উল্লেখ করা হয়েছে। সাধুবাত জানানো হয়েছে প্রতিযোগিতার স্বেচ্ছাসেবকদের। যেভাবে প্রকাণ্ড স্টেডিয়াম ফাঁকা হওয়ার পর জড়ো হওয়া ময়লার স্তূপের প্রত্যেকটি ব্যাগ আলাদা আলাদ করে ধৈর্য্য ধরে একে একে দেখেছেন স্বেচ্ছাসেবকরা, তাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। প্রসঙ্গত, চিনের হাংঝৌতে এই মূহূর্তে চলছে ১৯ তম এশিয়ান গেমস।
২৩ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়েছে এবারের এশিয়ান গেমসের। এশিয়ার ৪৫ দেশের প্রায় ১২ হাজার অ্যাথলিট অংশ নিয়েছেন যে প্রতিযোগিতায়। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমসে। প্রতিযোগিতাটি গত বছর আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনা অতিমারীর প্রকোপের জেরে তা এক বছর পিছিয়ে গিয়েছে।
এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৩ টি সোনা, ৪ টি রুপো ও ৭ টি ব্রোঞ্জ জিতেছে ভারত। মোট ১৪ টি পদক নিয়ে এই মুহূর্তে পদক তালিকার ছয় নম্বরে রয়েছে ভারত। তালিকায় সবার ওপরে রয়েছে আয়োজক চিন। তাদের ঝুলিতে এই মুহূর্তে মোট ৯৫ টি পদক। যার মধ্যে ৫৩ টি সোনা।
Mission accomplished
Locating a lost mobile phone that is turned off in a stadium of 523,000 square meters with around 10,000 seats sounds impossible, but Hangzhou Asian Games made it happen. A group of volunteers sifted through tens of thousands of rubbish bags throughout the… pic.twitter.com/PGII9g2Pku
— 19th Asian Games Hangzhou 2022 Official (@19thAGofficial) September 26, 2023
(Feed Source: abplive.com)