গায়েব ৪৬ হাজার টাকা! আধারের বায়োমেট্রিক জালিয়াতির শিকার মহেশতলার ব্যক্তি

গায়েব ৪৬ হাজার টাকা! আধারের বায়োমেট্রিক জালিয়াতির শিকার মহেশতলার ব্যক্তি

কলকাতা: আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন জালিয়াতির কবলে ফের এক। গত কয়েকদিন ধরেই শহর থেকে জেলা উঠে আসছে একই অভিযোগ, আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন জমানো টাকা। ফের মহেশতলার বাটানগরে উঠে এল একই কায়দার অভিযোগ।

মহেশতলায় মনিন্দ্রচন্দ্র ভাওয়াল নামে এক ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে ৪৬ হাজার টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে তার অ্যাকাউন্ট থেকে ৪৬ হাজার টাকা কাটা হয়ে গেছে বলে অভিযোগ ওই প্রৌঢ়ের। অভিযোগ এসএমএসের মাধ্যমে মনীন্দ্র বাবু জানতে পারে সুপ্রিয় চক্রবর্তী ও অরিজিৎ ব্যানার্জি নামে দুই ব্যক্তির অ্যাকাউন্টে ৪৬ হাজার টাকা গিয়েছে।

আরও পড়ুন, সকাল থেকে সুখবর, একের পর এক মেডেল, ফের এল সোনা-রুপো

আরও পড়ুন, কোভিডেঙ্গির লক্ষণ কী! কী করে বুঝবেন এই দুই রোগের প্রভাবেই শরীর কাহিল? দেখুন

পরবর্তীকালে মনীন্দ্র বাবু ব্যাঙ্কে যোগাযোগ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করা হয়। ব্যাঙ্ক থেকে বলা হয় আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর মহেশতলা থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি। মনীন্দ্র বাবু জানান, তিন থেকে মাস আগে আলিপুরে জমি রেজিস্ট্রি অফিসে বায়োমেট্রিক দিয়েছিলেন এবং রেশন দোকানে রেশন তুলতে গেলে বায়োমেট্রিক ব্যবহার করেন। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন মনীন্দ্র বাবু।

(Feed Source: news18.com)