UP: ভুল ইনজেকশনে কিশোরীর মৃত্যু যোগীরাজ্যে, পরের ঘটনা আরও ভয়াবহ!

UP: ভুল ইনজেকশনে কিশোরীর মৃত্যু যোগীরাজ্যে, পরের ঘটনা আরও ভয়াবহ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা ভুল ইনজেকশন। আর তাতেই মৃত্যু কিশোরীর। তারপরই জনরোষ ও জনতার হাতে মার খাওয়ার ভয়ে একটি মোটর বাইকের উপর ওই কিশোরীর প্রাণহীন নিথর দেহ বসিয়ে রেখে পালাল হাসপাতাল কর্মীরা। অত্যন্ত নক্ক্যারজনক এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে।

উত্তরপ্রদেশের মৈনপুরীতে একটি বেসরকারি হাসপাতাল। সেখানেই চিকিৎসকের ভুল ইনজেকশন দেওয়ার জেরে মৃত্যু হয় ১৭ বছরের এক কিশোরীর। ওই কিশোরীর পরিবারের অভিযোগ, এরপরই হাসপাতালের কর্মীরা বাইরে রাখা একটি মোটর বাইকে কিশোরীর দেহ ফেলে রেখে পালিয়ে যায়। এমনকি তার যে মৃত্যু হয়েছে, তা পরিবারকে জানায়ও পর্যন্ত না। কিছু না জানিয়েই পালিয়ে যায়। জনরোষের ভয়েই ডাক্তার ও হাসপাতালের কর্মীরা সবাই পালিয়ে যায়। এই ঘটনায় ওই কিশোরীর পরিবার বিচারের দাবি করেছে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে ধরা পড়েছে ঘটনাটি।

জ্বর হওয়ায় মঙ্গলবার ভারতী নামের ওই কিশোরীকে ঘিরোড় এলাকার করহাল রোডে অবস্থিত রাধা স্বামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেন। এরপরই তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরিবারের লোকেদের অভিযোগ, ভারতীর অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। জানান যে, তাঁরা এই বিষয়ে কিছুই করতে পারেননি। যদিও পরিবারের দাবি, চিকিৎসক যখন তাঁদের একথা জানাচ্ছেন, তখন ইতিমধ্যেই ভারতীর মৃত্যু হয়েছে।

যদিও নির্যাতিতার পরিবার এখনও এই ঘটনায় চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ, কারও বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার খবর পেয়ে তাঁর পাঠানো নোডাল অফিসার ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, সেখানে কোনও চিকিত্সক বা প্রশাসনিক কর্মী নেই। এরপরই দ্রুততার সঙ্গে হাসপাতালটি সিল করে দেন। সেইসময় হাসপাতালে একজন রোগী ছিলেন, যার অস্ত্রোপচার হয়েছে। তাঁকে নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।

(Feed Source: zeenews.com)