যৌন সম্মতির বয়স ১৬তে নামিয়ে আনবেন না, পকসো নিয়ে সরকারকে জানাল আইন কমিশন

যৌন সম্মতির বয়স ১৬তে নামিয়ে আনবেন না, পকসো নিয়ে সরকারকে জানাল আইন কমিশন

পকসো আইনে যৌন সংসর্গের বয়সসীমা ১৬ বছরে নামিয়ে আনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের আইন কমিশন। তবে একটা সংশোধনী আনার কথা জানিয়েছে তারা। যেখানে কোনও মহিলার সঙ্গে যদি কোনও নাবালক তাদের সম্মতিতে যৌনতায় লিপ্ত হয় তবে তার যেন কম শাস্তি হয়।

প্রসঙ্গত পকসো আইনে কোনও নাবালকের সঙ্গে যৌন সংসর্গ করলে তার কমপক্ষে ১০ বছর পর্যন্ত জেল হয়।

তবে আইনমন্ত্রককে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতূ রাজ অবস্তি জানিয়েছেন, ১৬-১৮ বছর বয়সি নাবালকদের আইনের মাধ্য়মে আরও সুরক্ষা দেওয়া দরকার। এই যৌন সম্মতির বয়সটাকে কমিয়ে আনাটা উচিত হবে না।

এদিকে সম্প্রতি এই বয়স সীমা নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে। একাধিক হাইকোর্টের মামলায় উঠে এসেছে, একাধিক ক্ষেত্রে সম্মতিতে যৌন সংসর্গ হয়েছে। কিন্তু সেটা কড়া আইনের মধ্য়ে পড়ে যাচ্ছে।

এক্ষেত্রে এই সম্মতির বয়সটা কমানো নিয়ে ফের বিবেচনা করার ব্যাপারে ২০২২ সালে জানিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। কারণ ১৬ বছরের উপরে ভালোবেসে বিয়ে পালিয়ে গিয়ে যৌন সংসর্গে লিপ্ত হচ্ছে অনেকে। সেটা আবার পকসো আইনে পড়ে যাচ্ছে। মধ্যপ্রদেশ হাইকোর্ট কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল উভয়ের সম্মতি নিয়ে হলেও কড়া আইনে সেটা পকসোর আওতায় পড়ে যাচ্ছে। সেখানে আদালতের প্রস্তাব ছিল, নাবালিকার সম্মতি থাকলে সেখানে বিচারপতির পকসো ধারায় কিছুটা ছাড় দেওয়ার ক্ষমতা থাকা দরকার।

কমিশন জানিয়েছে এক্ষেত্রে পকসো ধারায় যেটা প্রয়োগ করা হয় এক্ষেত্রে সেটা সমান গুরুত্ব দিয়ে প্রয়োগ না করলেও হবে। তবে আইনের ভারসাম্যের পাশাপাশি শিশুদের সুরক্ষার বিষয়টি সবার আগে মাথায় রাখা দরকার।

(Feed Source: hindustantimes.com)