এশিয়ান গেমসের সপ্তম দিনে স্কোয়াশ থেকে সোনা জয়ের আশায় ভারত, পদকের সম্ভাবনা ভারত্তোলনেও

এশিয়ান গেমসের সপ্তম দিনে স্কোয়াশ থেকে সোনা জয়ের আশায় ভারত, পদকের সম্ভাবনা ভারত্তোলনেও

এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে শুটিংয়ে ভারতের দাপট অব্যাহত। একদিকে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে এল সোনা ও রুপো। আর দলগত ইভেন্টে রুপো। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনালি ছোঁয়া অব্যাহত রাখলেন ভারতীয়রা। বলা ভাল, এশিয়া সেরার মঞ্চে তারুণ্যের জয়গান শোনা গেল পলক গুলিয়া ও এষা সিংহের সুবাদে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ মোট ৩০ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর যার মধ্যে ১৭টি-ই শুটিং থেকে।

১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women’s) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। নিঃসন্দেহে যা ঐতিহাসিক। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। শুধু সোনা জেতাই নয়, ব্যক্তিগত বিভাগে ২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পলক (Palak Gulia)। ২৩৯.৭ পয়েন্ট পেয়ে রুপো জেতেন এষা ( Esha Singh)। চলতি এশিয়ান গেমসে যেটি অষ্টাদশী ভারতীয় শুটারের চতুর্থ পদক।

এশিয়ান গেমসে শুক্রবার সকালে শুরুতেই সোনা ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে পদক জিতল ভারতীয় দল। এই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, স্বপ্নিল সুরেশ কুসলে ও অখিল শিওরান। এবারের এশিয়ান গেমসে ভারত যতগুলো ইভেন্টে পদক জিতেছে। তার মধ্যে সবেচেয় বেশি ১৭টি পদক জিতেছে শ্য়ুটিংয়ে। সোনা জয়ের পথে তিনজনে মিলে মোট ১৭৬৯ পয়েন্ট অর্জন করে বিশ্বরেকর্ডও গড়েছেন। যা ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্যাট চ্যাম্পিয়নশিপে প্রাপ্ত পয়েন্টের থেকে আট পয়েন্ট বেশি। চিনকে পয়েন্টের বিচারে টেক্কা দিয়ে রেকর্ড গড়েন ভারতীয় শ্যুটাররা।

তিনি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games) বক্সিংয়ে পদক নিশ্চিত করে ফেললেন।

নিখাত জ়ারিনের (Nikhat Zareen) আরও বড় প্রাপ্তি, প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতাও পেয়ে গেলেন ভারতীয় বক্সার। মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন জ়ারিন। টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচে তিন মিনিটেরও কম সময়ে জর্ডনের নাসার হানানকে হারিয়ে দিলেন তিনি। আরএসসি নিয়মে। যে নিয়ম বলছে, ঘায়েল হয়ে প্রতিপক্ষ আর লড়াই চালাতে অক্ষম বুঝে রেফারি যখন অন্যজনকে জয়ী ঘোষণা করে দেন।

(Feed Source: abplive.com)