কলকাতা: টেবিল টেনিসে নজির গড়েছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন দুই বঙ্গ তনয়া। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনকে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন তাঁরা। ঐতিহাসিক জয়ের পরই বাংলার দুই কৃতী খেলোয়ারকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (পূর্বে ট্যুইটার) অ্যাকাউন্টে সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”এশিয়ান গেমসে বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! মহিলাদের টেবিল টেনিস ডাবলসে অবিশ্বাস্য জয়ের জন্য সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন৷ আপনাদের অসাধারণ কৃতিত্বে বাংলা আনন্দে উদ্ভাসিত। এভাবেই এগিয়ে যাও। ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা।”
A Historic Moment for Bengal & India at the Asian Games!
Congratulations to Sutirtha Mukherjee and Ayhika Mukherjee for the incredible win in the Women’s Table Tennis Doubles.
Bengal beams with joy at your extraordinary achievement. Keep up the fantastic work and all the best…
— Mamata Banerjee (@MamataOfficial) September 30, 2023
(Feed Source: news18.com)