হাতে গ্লাভস পরে নোংরা পরিষ্কার, ‘সুস্থ থাকতে’ ঝাঁটা হাতে সাফাই অভিযান মোদির

হাতে গ্লাভস পরে নোংরা পরিষ্কার, ‘সুস্থ থাকতে’ ঝাঁটা হাতে সাফাই অভিযান মোদির
নয়া দিল্লি: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মজয়ন্তীর আগে ‘স্বচ্ছ ভারত, সুস্থ ভারত’-কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ঝাড়ু হাতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১ অক্টোবর দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতাই সেবার পথ, এই বার্তা দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন মোদি।

এদিন হরিয়ানার সোনিপাতে কুস্তিগীর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঙ্কিত বায়ানপুরিয়ার সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। কুস্তিগীর অনিলের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিওও শেয়ার করেছেন মোদি। ভিডিও দেখা গিয়েছে, হাতে গ্লাভস পরে ময়লা সরাচ্ছেন মোদি। ঝাড়ু নিয়ে ময়লা পরিষ্কার করতেও দেখা গেল তাঁকে।

চার মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “আজ যখন দেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোনিবেশ করছে। অঙ্কিত বায়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! পরিচ্ছন্নতা ছাড়াও, আমরা ফিটনেস এবং সবাইকে খুশি রাখার বিষয়েও আলোচনা করেছি। এই সব একটি পরিষ্কার এবং সুস্থ ভারতের জন্য।” এটা আবেগের কথা। ”

এই ভিডিওতে অঙ্কিতের শরীরচর্চা বিষয়ক প্রশ্নের উত্তরে মোদি বলেন, ‘আমি খুব বেশি ব্যায়াম করি না… তবে প্রতিদিনের জীবনে যতটা প্রয়োজন, আমি সেই শৃঙ্খলা মেনে চলি। দুটো বিষয়ে আমার শৃঙ্খলা নেই। খাওয়ার সময় আর ঘুমানোর জন্য সময়। এই দুটো কাজে কিছুটা সময় দেওয়া উচিত, যা হয়ে ওঠে না।’

প্রধানমন্ত্রী মোদির ডাকে সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই অভিযান। গত সপ্তাহে মন কি বাত অনুষ্ঠান থেকেই তিনি এই বার্তা দিয়েছিলেন। আগামীকাল অর্থাৎ ২ তারিখ গান্ধীজির জন্মদিন। সেদিন গান্ধীজির জন্য এই স্বচ্ছতার অভিযানে শ্রম দান করে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

(Feed Source: abplive.com)