‘তিরুবনন্তপুরম’-এ হোঁচট সাউথ আফ্রিকার খেলোয়াড়দের! ভিডিয়ো দিয়ে কী বললেন থারুর

‘তিরুবনন্তপুরম’-এ হোঁচট সাউথ আফ্রিকার খেলোয়াড়দের! ভিডিয়ো দিয়ে কী বললেন থারুর

তিরুবনন্তপুরমে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। কিন্তু আদতে কোথায় পৌঁছেছে তাঁরা? তাঁরা নিজেরা কি জানেন সে জায়গার নাম? বা জানলেও বলতে পারেন কি? সম্প্রতি তাঁদের এই জায়গার নাম মুখে উচ্চারণ করার পরীক্ষা নেওয়া হল। তাদের উচ্চারণের একটি ভিডিয়ো রেকর্ডিং করা হয়। সে ভিডিয়ো ইদানীং সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর তাঁর এক্স (আগে যা টুইটার ছিল) সেই ভিডিও পোস্ট করেন। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পোস্টটি অনেকে রিটুইট করে শেয়ার করেন। একইসঙ্গে কমেন্টে অনেক রকমের ঠাট্টা রসিকতা করতে দেখা যায় নেটিজেনদের।

ঠিক কী দেখা গিয়েছিল এই ভিডিয়োতে ? ভিডিয়োতে ক্যামেরার পিছন থেকে প্রশ্ন করা হয়েছিল ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার দলটি। তাতেই একজন ক্রিকেটার একেক রকম উত্তর দিতে শুরু করেন। প্রথমদিকে ঠিকভাবে কেউই উচ্চারণ করতে পারছিলেন না তিরুবনন্তপুরম নামটি। কাউকে বলতে শোনা যায় ‘তিরুমবনন্তমপুরম’, তো কেউ বলেন ‘তিরবনতনপুরম’। শব্দটি জিভে জড়িয়ে এক কথায় একাকার দশা হয়।‌ অনেকে হাল ছেড়ে দেন‌ উচ্চারণ করতে গিয়ে। কেউ বা আবার মোবাইল থেকে নামটি দেখে ঠিকভাবে বলার চেষ্টা শুরু করেন। কিন্তু জিভে আটকে যায় এতগুলো যুক্তাক্ষর।

পরের দিকে ক্রিকেটাররা একে একে ধৈর্য ধরে নাম বলা শুরু করেন। তাতে ভুল ভ্রান্তি কিছুটা কমে যেতে শুরু করে। দেখা যায়, একজন একজন করে প্রায় সবাই ঠিকভাবে তিরুবনন্তপুরম নামটি উচ্চারণ করে দেখালেন। কিন্তু ভিডিয়োর শেষের দিকে ছিল মজার টুইস্ট।‌ পর পর দুই তিনজন জায়গার নাম ঠিকভাবে উচ্চারণ করলেও ভিডিয়োটি শেষ হয় এক ক্রিকেটারের মজার উক্তি দিয়ে। তাঁকে বলতে শোনা যায়, এর থেকে ত্রিবান্দ্রম নামটি বেশি ভালো।

অন্যদিকে এক নেটিজন লেখেন, এই নামটি আমাদের ভারতীয়দের জিজ্ঞেস করে দেখুন বলতে পারে কি না। সেটি রিটুইট করে শশী থারুর লেখেন, ভারতীয়রাও একইরকম। একবার কেরালার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে তিনি গিয়েছিলেন। সেখানে মঞ্চে উঠে অনেকেই এই নাম বলতে গিয়ে হোঁচট খেয়েছেন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও তিনি বলেন তাঁর এক্স হ্যান্ডেলে। তার পরের লাইনে রসিকতা করে শশী লেখেন, এর থেকে আমাদের উচিত ‘অনন্তপুরী’ শব্দটা বেছে নেওয়া।

(Feed Source: hindustantimes.com)