‘আমূল পরিবর্তনের জন্য তৈরি থাকুন’, কর্মীদের বার্তা L&T’র নয়া চেয়ারম্যানের

‘আমূল পরিবর্তনের জন্য তৈরি থাকুন’, কর্মীদের বার্তা L&T’র নয়া চেয়ারম্যানের

সম্প্রতি লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান হয়েছেন এসএন সুব্রহ্মণ্যম। আর শীর্ষ পদে বসার পর সংস্থার কর্মীদের লেখা প্রথম চিঠিতেই সুব্রহ্মণ্যম লিখলেন, ‘আমূল পরিবর্তনের জন্য তৈরি থাকুন’। চিঠিতে সুব্রহ্মণ্যম লেখেন, ‘গোটা বিশ্বই বিশাল বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের বাস্তুতন্ত্রে বদল আসছে, এনার্জি খাতে পরিবর্তন এসেছে, দীর্ঘমেয়াদী জীবনযাত্রার পথ বেছে নেওয়ার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। তাই গ্রাহকদের চাহিদা পূরণের জন্য পরিবর্তনের সাথে গতি এবং তাল মেলাতে হবে।’

১ অক্টোবর সংস্থার শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করে সুব্রহ্মণ্যম কর্মীদের চিঠি লিখে বলেন, ‘আমরা আমাদের খ্যাতি ও নামের ওপর ভর করে সন্তুষ্ট থাকতে পারি না। কারণ আমাদের গ্রাহকরা প্রতিদিন আমাদের কাছ থেকে শ্রেষ্ঠত্বের সন্ধান চালিয়ে যাবে। আমাদের লক্ষ্য হবে ধারাবাহির ভাবে ভালো কাজ করা। আমাদের যেন কেউ টলাতে না পারে।’ চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ডিজিটাইজেশন দ্রুতই এই ব্যবসার একটি বড় দিক হয়ে উঠছে। এই আবহে কোম্পানির উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি অব্যাহত রাখতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

সুব্রহ্মণ্যমের কথায়, ‘আমাদের ব্র্যান্ড এলএন্ডটি-র শক্তির ওপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং একই সঙ্গে আমাদের সংস্থার সঙ্গে যুক্ত সংস্কৃতির মানকে বজায় রেখে চলতে হবে। এর জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমাদেরকে সঠিক পথে নেতৃত্ব প্রদান করতে হবে। সব ক্ষেত্রেই আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।’

সুব্রহ্মণ্যম বলেন, আম জনতার জীবনকে বদলে দেওয়ার শক্তি রয়েছে তাঁদের সংস্থার। কারণ তাদের কাজ মানুষের জীবনের সাথে লিপ্ত। চিঠিতে তিনি লেখেন, ‘মানুষের জীবনে নিজেদের ছাপ ফেলাই আমাদের লক্ষ্য। আর এর জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ এদিকে তাঁর চিঠিতে প্রাক্তন চেয়ারম্যান এএম নায়েক এবং সংস্থার বোর্ড সদস্যদের প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেন সুব্রহ্মণ্যম।

(Feed Source: hindustantimes.com)