সোনার কৃষ্ণ বলে পিতল দেওয়ায় বেধড়ক মারধর তান্ত্রিককে, এলাকায় উত্তেজনা

সোনার কৃষ্ণ বলে পিতল দেওয়ায় বেধড়ক মারধর তান্ত্রিককে, এলাকায় উত্তেজনা

ইসলামপুর: তান্ত্রিককে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ইসলামপুর থানার গোয়াস কাজীপাড়ার পিয়ারুল সেখের বাড়িতে সোনা বলে পিতলের কৃষ্ণমূর্তি দিয়ে বাড়ির ঘাট বাসনপত্র ও আলমারি নিয়ে পালিয়ে গিয়েছিল মাস তিনেক আগে তান্ত্রিক ইসলাম শেখ। করিমপুর থেকে ইসলাম সেখকে সোমবার দেখতে পেয়ে তুলে নিয়ে আসে নিউটন শেখ ও পিয়ারুল শেখ। এরপর বেধরক মারধর দেয়। ইসলামপুর থানার পুলিশ এসে তান্ত্রিক ইসলাম সেখকে গ্রেফতার করে নিয়ে যায়।

রাতারাতি বড়লোক হবার স্বপ্ন দেখে তান্ত্রিক ইসলাম শেখকে বাড়িতে নিয়ে এসেছিল ঝাড়ফুঁক করার জন্য। তান্ত্রিক পিতলের কিছু বাসনপত্র ও কৃষ্ণমূর্তি দিয়ে বলেছিল সোনার ও কাউকে না বলতে। সুদিন ফিরবে এই আশায় বাড়ির খাট আলমারি আসবাবপত্র গাড়ি ভর্তি করে সাজিয়ে দিয়েছিল বাড়ির লোকেরা। তান্ত্রিক চলে যেতেই দোকানে গিয়ে হুঁশ ফেরে পিয়ারুল ও নিউটনের। দোকানদার জানায় এগুলো সবই পিতলের। এরপরেই খোজ শুরু হয় তান্ত্রিকের। করিমপুর থেকে ইসলাম সেখকে সোমবার দেখতে পেয়ে তুলে নিয়ে আসে নিউটন শেখ ও পিয়ারুল শেখ।

করিমপুর থেকে তান্ত্রিককে ধরে নিয়ে এসে তারপর শুরু হয় উত্তম ধোলাই। ইসলামপুর থানার পুলিশ এসে তান্ত্রিক ইসলাম সেখকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অভিযোগাকারী রাজীব হোসেন বলেন, ওই ভন্ড তান্ত্রিক সোনার বদলে পিতলের জিনিসপত্র দিয়ে বাড়ির সব খাট আলমারি নিয়ে চলে যায়। আমরা ওর খোজেই ছিলাম। করিমপুর থেকে খোঁজ পেয়ে ধরে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিয়েছি। এলাকাবাসী মিনহাজ শেখ বলেন, এক ভন্ড তান্ত্রিক পিতলের জিনিসপত্র দিয়ে এই বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল। ওই তান্ত্রিককে ধরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তান্ত্রিককে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ইসলামপুর থানার গোয়াস কাজীপাড়ার পিয়ারুল সেখের বাড়িতে সোনা বলে পিতলের কৃষ্ণমূর্তি দিয়ে বাড়ির ঘাট বাসনপত্র ও আলমারি নিয়ে পালিয়ে গিয়েছিল মাস তিনেক আগে তান্ত্রিক ইসলাম শেখ। করিমপুর থেকে ইসলাম সেখকে সোমবার দেখতে পেয়ে তুলে নিয়ে আসে নিউটন শেখ ও পিয়ারুল শেখ। এরপর বেধরক মারধর দেয়। ইসলামপুর থানার পুলিশ এসে তান্ত্রিক ইসলাম সেখকে গ্রেফতার করে নিয়ে যায়

(Feed Source: news18.com)