এশিয়াডে স্ত্রী দীপিকার সোনা, আনন্দে ভাসছেন ডিকে, কেন ধন্যবাদ দিলেন ওয়াশিংটনদের?

এশিয়াডে স্ত্রী দীপিকার সোনা, আনন্দে ভাসছেন ডিকে, কেন ধন্যবাদ দিলেন ওয়াশিংটনদের?

এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জিতেছেন দীপিকা পাল্লিকাল। বৃহস্পতিবার স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর সিং সান্ধু সোনা জয় করেন। ফাইনাল ম্যাচে ভারতীয় এই জুটি মালয়েশিয়ার আইফা বিনতি আজমান এবং শিয়াফিক কামালকে পরাস্ত করেন।

এদিন ফাইনালের প্রথম গেম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। কেউ একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। ফলে দুর্দান্ত একটি ম্যাচ দেখতে পায় গোটা বিশ্ব। তবে এই ম্যাচ জিততে অনেকটা পরশ্রম করতে হয় ভারতীয় এই জুটিকে। প্রথমের দিকে তারা ৬-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে কামব্যাক করেন দীপিকারা। বিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যান তারা। এরপর আর কোনও ভাবেই বিপক্ষ দল তাঁদেরকে পিছনে ফেলে দিতে পারেনি। ফলে ফাইনাল জিতে দেশকে সোনা এনে দিলেন এই জুটি।

চলতি এশিয়ান গেমসে ২০ নম্বর সোনার পদক এল ভারতের ঝুলিতে। দেশের তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর সান্ধু মিক্সড ডবলস ইভেন্টে সোনার পদক জয় করলেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দীপিকা এবং হরিন্দর জুটি মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে পরাস্ত করেছে। ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত মোট ৮৩টি পদক এসেছে। এরমধ্যে ২০টি সোনা, ৩২টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ পদক রয়েছে।

দীপিকা পালিক্কাল সোনা জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দীনেশ কার্তিক। উল্লেখ্য, দীপিকা পালিক্কাল ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রী। দীপিকার সোনা জয়ের ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ডিকে। শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘আবারও সোনার সময় এসেছে। খুব ভালো পারফরম্যান্স দীপিকা এবং হরিন্দর।’ স্ত্রীকে সমর্থন করার জন্য ভারতীয় দলের দুই ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর এবং রাহুল ত্রিপাঠীকে ধন্যবাদ জানিয়েছেন। টুইট করে ডিকে লেখেন, ‘ধন্যবাদ ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠী এবং হার্ষাকে। দীপিকা এবং ভারতীয় স্কোয়াশ দলকে সমর্থন করতে গিয়েছ তোমরা। সত্যিই খুব ভালো লাগছে। তবে আমার খারাপ লাগছে একটাই কারণে, আমি সেখানে থাকতে পারিনি। তবে তোমরা সেখানে ছিলে। তোমাদের অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত, এই মুহূর্তে এশিয়ান গেমসের জন্য রাহুল ত্রিপাঠী, রুতুরাজরা চিনে রয়েছেন। সেই জন্য দীপিকা পালিক্কালের ম্যাচ দেখতে যান ওয়াশিংটন সুন্দররা। তবে এটা ঠিক, স্ত্রী’র সোনা জয়ের ফলে বেশ খুশি হয়েছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

(Feed Source: hindustantimes.com)