কবে মুক্তি পাচ্ছে ‘আরিয়া ৩’? জানালেন সুস্মিতা সেন, ওটিটিতে আজ থেকে দেখা যাবে ‘গদর ২’

কবে মুক্তি পাচ্ছে ‘আরিয়া ৩’? জানালেন সুস্মিতা সেন, ওটিটিতে আজ থেকে দেখা যাবে ‘গদর ২’

কলকাতা: বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির ‘আরিয়া’র (Aarya) তৃতীয় সিজনের (Third Season) মুক্তিতে আর বাকি মাত্র কিছু সময়। আজ একটি ভিডিও প্রকাশের মাধ্য়মে অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) প্রকাশ্যে এনেছেন এই খবর। এই ভিডিওর মাধ্য়মে জানা যাচ্ছে, আগামী ৩ নভেম্বর ওটিটি প্ল্য়াটফর্ম (OTT) ডিজনি প্লাস হটস্টারে (HotStar) মুক্তি পাবে এই ওয়েব সিরিজ (Web Series)।

উল্লেখ্য়, ‘আরিয়া’ সুস্মিতা সেনের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতা সেন বহুদিন পর পর্দায় ফেরেন ‘আরিয়া’র হাত ধরেই। ২০২০ সালের জুন মানে থ্রিলারধর্মী এই সিরিজের সঙ্গে কামব্যাক করেন সুস্মিতা সেন। এক কঠিন স্বভাবের নারী, যে নিজের পরিবারকে রক্ষা করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন, তেমনই চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন।

প্রসঙ্গত, ‘আরিয়া’র প্রথম সিজন ‘বেস্ট ড্রামা’ বিভাগে ‘আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস’-এর জন্য মনোনয়ন পেয়েছিল। তৃতীয় সিজন সম্পর্কে সুস্মিতা সেন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আরিয়া সারিনের জন্য নতুন সূর্যোদয় হতে চলেছে এবং এবার সে আরও কঠিন। তৃতীয় সিজনে ও একাধিক স্থানে যাচ্ছে এবং অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নতুন গল্প শুরু করতে চলেছে। আরিয়ার চরিত্রে ফিরে আসা মানে পুরনো জিন্সে পা গলানো কিন্তু একেবারে নতুন সফর শুরু করা। রাম মাধবাণী ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। দর্শক যে ভালবাসা ও প্রশংসা দিয়েছে সেটা ফেরত পাওয়ারও তর সইছে না।’

অন্য়দিকে, প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই উল্লেখযোগ্য ব্যবসা করে ফেলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত গদর ২ (Gadar 2)। আপাতত, উল্লেখযোগ্য ব্যবসা করা ৫টি ছবির মধ্যে রয়েছে এই হিন্দি ছবিটি। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল এই ছবি। আজ থেকে, জি ফাইভের (Zee Five) প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।

প্রথম পর্ব ‘গদর’ ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয় ‘গদর ২’-এর গল্প। তারা সিংহ ও সাকিনার ছেলে বড় হয়েছে এবং সে হিরো হতে চায়। তারা, যে আগেও ঠিক যেমন দেশপ্রেমী ছিল, এখনও তেমনই আছে, এবং তাকে সেনাবাহিনীর প্রয়োজন সীমান্তে শত্রু মোকাবিলার জন্য এবং যুদ্ধের সময় তারা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। তার পরিবার ধরেই নেয় যে তারা পাকিস্তানের কবলে পড়েছে এবং তার ছেলে (উৎকর্ষ শর্মা) পাকিস্তান পৌঁছয় বাবাকে ফিরিয়ে আনতে। কিন্তু সেখানে গিয়ে সে নিজেই শত্রুদের হাতে বন্দি হয় এবং তারপর তারা পাকিস্তান যায় আবার, এবার তার ছেলেকে বাঁচাতে।

(Feed Source: abplive.com)