শহরে বেটিং চক্র পর্দা ফাঁস করল সিআইডি 

শহরে বেটিং চক্র পর্দা ফাঁস করল সিআইডি 

#কলকাতা: বেটিং চক্র পর্দা ফাঁস করল সিআইডি! বেটিংয়ের মূল দুই পান্ডা সিআইডির জালে। রবিবার ফাইনাল ম্যাচ চলাকালীন কলকাতা শহরে বেটিং চক্র ফাঁস করল সিআইডি! সেই সময় কয়েকজনকে জেরা করে  সিআইডি। তাদেরকে জেরা করে আইপিএলের বেটিং চক্রে সিআইডি  গ্রেফতার  করল দুই মূল পান্ডাকে। সিআইডি সূত্রে খবর, ধৃতদের নাম দিলীপ সাউ, দীপক হাজরা। বসিরহাট এলাকায় বাড়ি দীপকের এবং মানিকতলায় বাড়ি দিলীপের। সিআইডি উদ্ধার করে ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ সহ বেটিংয়ের সামগ্রী। এই বেটিং চক্রে মোট গ্রেফতার একুশ জন জালিয়াতরা।

সিআইডি সূত্রে খবর, ধৃত দীপক ও দিলীপ দুই পান্ডা বহু বছর ধরে বেটিং চক্রে জড়িত। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করে সিআইডি নিজেদের হেফাজতে নেয়৷ এই ঘটনায় আর কারা জড়িত সেই বিষয়টি জানার চেষ্টা করবে সিআইডি। বেটিং চক্রে এর আগে কলকাতা পুলিশ কিছু জনকে গ্রেফতার করেছিল।  সিআইডির কাছে খবর ছিল এই দিলীপ ও দীপক বহু দিন ধরে বেটিং চক্র চালাচ্ছে। রবিবার আইপিএলের ম্যাচ চলাকালীন কিছু জনের হদিশ পায় সিআইডি। তার আগে কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি। কিন্তু সেই সাগরেদরা সিআইডি জালে ধরা পড়লেও নেপথ্যে ছিল বড় কোনও মাথা। আর তার হদিস পেতে চাইছিল সিআইডি।

শেষ পর্যন্ত উনিশকে গ্রেফতার করে দফায় দফায় জেরা করা হয়। জেরা করে উঠে আসে দিলীপ ও দীপকের নাম। এরপর সিআইডি আধিকারিকরা  তল্লাশি অভিযান করে। পৌঁছে যান মানিকতোলা ও বসিরহাটে। সেখানে থেকে গ্রেফতার হয় দিলীপ ও দীপক। এখনও পর্যন্ত কতগুলি ম্যাচে বেটিং করেছে? কত টাকার বেটিং? কতজন জড়িত? বেটিংয়ে আর কোনও বড় মাথা জড়িত কিনা জানতে চায় সিআইডি। সিআইডি অধিকারিকরা ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই বেটিং চক্র মূলে পৌঁছাতে চাইছেন। কারণ শহর কলকাতায় বেটিং চক্রে আর কোনও মাথা জড়িত তা জানার চেষ্টা করছে সিআইডি তদন্তকারীরা।

Published by:Pooja Basu

(Source: news18.com)