সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। তবুও এখনও তিনি এবং তাঁর মৃত্যু মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে। শনিবার অভিনেতার দিদি একটি রহস্যময় পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে। এদিন তিনি তাঁর ভাইয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সেখানে লম্বা একটা লেখা লেখেন ক্যাপশনে। বলেন মৃতকে খুব সহজেই দোষ দেওয়া যায়। সুশান্তের দিদি আরও বলেন যে তাঁর ভাইয়ের মন ভীষণ ভালো ছিল।
সুশান্তের দিদি কী লিখেছেন পোস্টে?
সুশান্তের দিদি শ্বেতা এদিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘যে মানুষটা আর নেই, যে আর নিজের হয়ে কোনও সাফাই দিতে পারবে না তাকে দোষ দেওয়া যায়। আমি খালি ভেবে অবাক হয়ে যাই যে নিজেকে, নিজের বিবেককে তুমি কী উত্তর দেবে? আমার ভাইয়ের একটা পবিত্র মন ছিল যা আজও লক্ষ লক্ষ মানুষের ভিতর জীবিত আছে। আমরা কিছু বলতে চাই না। কারণ আমি বিশ্বাস করি মানুষ সত্যিটা বুঝতে পারছে।’
তিনি এদিন আরও লেখেন যে তিনি তাঁর ভাইকে ন্যায় বিচার দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন। তাঁর কথায়, ‘ভাই আমাদের গর্ব ছিল, আছে আর থাকবে। ও যেভাবে সবার মনে ভালোবাসা জাগিয়েছে সেটা চিরকাল থাকবে। আমরা ওকে বিচার দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।’
রিয়া চক্রবর্তী ঠিক একদিন আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সুশান্তের মৃত্যুর আগে তাঁর মনের অবস্থা জানতেন। তিনি আরও বলেন অনেকে এটা বিশ্বাস করতে চান না যে কেউ সফল হওয়ার পর, নাম ডাক পাওয়ার পর ডিপ্রেশনে ভুগতে পারে। রিয়ার কথায়, ‘ও কেন কী জন্য এমন বড় পদক্ষেপ নিয়েছে আমি জানি না, কারণ আমি তো ওর মনের কথা পড়তে পারতাম না। কিন্তু আমি জানতাম ও মানসিক ভাবে ঠিক ছিল না। আমি জানতাম ও কীসের মধ্যে দিয়ে যাচ্ছে।’
২০২০ সালের ১৪ জুন সুশান্তকে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর বিস্তর জলঘোলা হয়েছে। রিয়া চক্রবর্তীর দিকে আঙুল উঠেছে।