ভারত সবথেকে বেশি বাণিজ্য করেছে আমাদের সঙ্গে, দাবি চিনের, আমেরিকার থেকেও বেশি?

ভারত সবথেকে বেশি বাণিজ্য করেছে আমাদের সঙ্গে, দাবি চিনের, আমেরিকার থেকেও বেশি?

সুতীর্থ পত্রনবীশ

মঙ্গলবার চিন সাফ জানিয়ে দিয়েছে ভারতের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী হল চিন। এদিকে সম্প্রতি নিউ দিল্লির তরফে জানানো হয়েছিল গত বছর আমেরিকার সঙ্গে সবথেকে বেশি বাণিজ্য হয়েছিল ভারতের। এই দাবিকে উড়িয়ে দিয়ে চিনের দাবি তারাই ভারতের সবথেকে বেশি বাণিজ্যিক পার্টনার।

চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য করার জন্য চিন সবরকমভাবে তৈরি। এদিকে দিল্লির তরফে তথ্য প্রকাশ করে জানানো হয়েছিল ২০২০-২১ সালে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৮০.৫১ বিলিয়ন ডলার। ২০২১-২২ সালে এই বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ১১৯.৪২ বিলিয়ন ডলার।

এদিকে চিনের বিদেশমন্ত্রকের তরফে অবশ্য জানানো হয়েছে, ওই সময়ে ভারতের সঙ্গে চিনের বাণিজ্যিক লেনদেন হয়েছে ১২৫.৬৬ বিলিয়ন ডলার। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, চিন ভারতের সবচেয়ে বেশি বাণিজ্যিক পার্টনার। গত বছর এই ট্রেড ভলিউম প্রথমবারের জন্য ১০০ বিলিয়ন ডলার পেরিয়ে গিয়েছে।

কিন্তু কেন চিনের সঙ্গে ভারতের বাণিজ্যিত লেনদেন এতটা বেড়ে গেল? ওয়াকিবহাল মহলের মতে, কোভিড অতিমারির প্রথম পর্যায়ে চিন থেকে স্বাস্থ্য সরঞ্জাম আমদানি করেছিল ভারত। তার জেরেই বাণিজ্যিক আদানপ্রদান বাড়তে থাকে।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে কোনও আপত্তি নেই চিনের। পাশাপাশি তিনি জানিয়েছেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। কূটনৈতিক ও সামরিক ব্যবস্থার মাধ্যমে দুপক্ষের মধ্যে সমণ্বয় রক্ষা করা হচ্ছে। তিনি বলেন, চিন সবসময় বিশ্বাস করে যে সীমান্তের বিষয়টি গোটা চিন-ভারতের সম্পর্ককে উপস্থাপিত করে না।

(Source: hindustantimes.com)