বিহার: পশ্চিমবঙ্গে বিহারের চিকিৎসক খুন; জলে উদ্ধার মেদিনীপুরে ইন্টার্নশিপ করা এক চিকিৎসকের মৃতদেহ

বিহার: পশ্চিমবঙ্গে বিহারের চিকিৎসক খুন;  জলে উদ্ধার মেদিনীপুরে ইন্টার্নশিপ করা এক চিকিৎসকের মৃতদেহ

চিকিৎসকের মরদেহ নিজ বাসভবনে পৌঁছালে হাজার হাজার মানুষ জড়ো হয়।
– ছবি: আমার উজালা

বিহারের সীতামারহি জেলার বাসিন্দা এক চিকিৎসকের মৃতদেহ পশ্চিমবঙ্গে সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। বর্তমানে লাশ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে আনা হয়েছে। যেখানে তাকে দাহ করা হয়। স্থানীয় লোকজনও পশ্চিমবঙ্গ সরকারের কাছে মৃতের মৃত্যুর পিছনে লুকানো কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‘হত্যাকে দুর্ঘটনা বলে মনে করার চেষ্টা করা হয়েছে’

তথ্য অনুসারে, মৃত ব্যক্তির নাম ডাঃ সৌরভ শরফ, সীতামারহি জেলার পুপরি শহরের বাসিন্দা। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এমবিবিএস পড়ার পর ইন্টার্নশিপ করছিলেন সৌরভ সরফ। চিকিৎসকের মৃত্যুতে গ্রামে চাঞ্চল্য বিরাজ করছে।

নিহতের ভাই প্রতীক সরফ জানান, সৌরভ স্থানীয় হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন। তিনি বলেন, তার ভাইকে ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকে দুর্ঘটনার মতো দেখাতে লাশ পানিতে ফেলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা মেদিনীপুরে পৌঁছে ঘটনার খবর সংগ্রহ করেন।

পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিচারের দাবি

একই সঙ্গে পুলিশ লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের লোকজন ডাঃ সৌরভের লাশ পুপরীতে নিয়ে আসে। সৌরভের মরদেহ পুপরিতে তার বাসভবনে পৌঁছলে সেখানে ভিড় জমায় বিপুল মানুষ। লাশ দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ উপলক্ষে পৌরসভার ডেপুটি চেয়ারম্যান জয়প্রকাশ কুমার ও প্রধান রাজেশ গুপ্ত ও অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এ ঘটনায় নিহতের পরিবারকে যথাযথ বিচারের দাবি জানান।

(Feed Source: amarujala.com)