কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ক্রমশ। ডেঙ্গি নিয়ে কী করণীয়, তার জন্য ২৪ ঘণ্টার মধ্যে বিভাগীয় প্রধানদেরর মতামত চাইলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আগামিকাল সকালের মধ্যেই মতামত চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তরফে। আজও নতুন করে ৬ জন পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। আগামিকাল ছুটির দিন হলেও বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস করাবে নাকি ক্লাস বন্ধ করবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
এক্সিকিউটিভ কমিটির বৈঠকে মেডিক্যাল অফিসার অবিলম্বে ক্লাস সাসপেন্ডের দাবি রাখেন। এক্সিকিউটিভ কমিটির মিটিং-য়ে মেডিক্যাল অফিসার বলেন, “যা অবস্থা তাতে অবিলম্বে যাদবপুরের ক্লাস সাসপেন্ড করা হোক।”
ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে রাজ্য়ের ডেঙ্গি পরিস্থিতি। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। ১১ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক পড়ুয়ার। বিশ্ববিদ্যালয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল।