ইজরায়েলে আচমকা হামলায় হামাসকে মদত দিয়েছে ইরান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ইজরায়েলে আচমকা হামলায় হামাসকে মদত দিয়েছে ইরান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Israel-Palestine conflict: বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী পর্যায়ে রয়েছে ইজরায়েল (Israel) এবং হামাস (Hamas)। যুদ্ধের প্রভাবে উভয় পক্ষেই বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা। এর মধ্যেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা হামাসকে ইজরায়েলের উপর হামলা করতে সহায়তা করেছে। যে প্রাণঘাতী হামলার পরিকল্পনা করেছে হামাস, সেখানে মদত রয়েছে ইরানের নিরাপত্তাকর্মীদের। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের আরও বলা হয়েছে যে বেরুটের একটি বৈঠকে ইরানের তরফে এই অনুমোদন দেওয়া হয়েছিল। হামাজ এবং হেজবোল্লাহ- এই দুই সন্ত্রাসবাদী সংগঠনের বর্ষীয়ান সদস্যদের তরফেও একথা বলা হয়েছে। অন্যদিকে এক্স মাধ্যমে ইজরায়েলের বিদেশমন্ত্রকও এমনই বিবৃতি দিয়েছে।

ইজরায়েলের বিদেশমন্ত্রকের মতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)- এর সঙ্গে হামাস কাজ করছে অগস্ট মাস থেকে। জলভাগ, স্থলভাগ, এবং আকাশপথে অনুপ্রবেশের পরিকল্পনা করছিল হামাস। এর আগে ১৯৭৩ সালে Yom Kippur যুদ্ধের সময় এই ধরনের অনুপ্রবেশ হয়েছিল। তারপর থেকে এবারের ঘটনাকেই ইজরায়েলের সীমান্তে সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ বলা হচ্ছে। বেরুটে একাধিক বৈঠিক হয়েছে হামাস এবং ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে। সেখানেই হামলার সমস্ত পরিকল্পনা করা হয়েছিল। IRGC- র আধিকারিকদের সঙ্গে ইরানের মদতপুষ্ট চারটি সন্ত্রাসবাদী সংগঠন যেখানে হামাস এবং হেজবুল্লাহ রয়েছে, তাদের প্রতিনিধিরাও ছিল বেরুটের এই বৈঠকগুলিতে। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইজরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা যা মূলত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে ঘিরেই তৈরি, তার সঙ্গে তাল মিলিয়েই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এছাড়াও সৌদি আরব এবং ইজরায়েলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মধ্যস্থতাকে থামানোর জন্যেও এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে হামাস এবং হেজবুল্লাহ সংগঠনের বর্ষীয়ান সদস্যরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এর উল্লেখ করা হয়েছে। কারণ সৌদি আরব এবং ইজরায়েলের সম্পর্ক ভাল হওয়ার বিষয়টিকে সমস্যার নজরেই দেখেছে ইরান, বলা ভাল এই বিষয়টি তাদের কাছে একপ্রকার ভীতির কারণ।

গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর আচমকাই হামলা শুরু করে হামাস। অতর্কিত আক্রমণে বিপর্যস্ত অবস্থা ইজরায়েলের। সূত্রের খবর, ৭০০-র বেশি ইজরায়েলি ইতিমধ্যেই মারা গিয়েছেন যুদ্ধে। আহতের সংখ্যা সরকারি মতেই ২০০০ পার হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে উভয়পক্ষের ১৪০০ পেরিয়েছে মৃতের সংখ্যা। আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।

(Feed Source: abplive.com)