ভূমিকম্পে মৃতের সংখ্যা ঝপাঝপ কমিয়ে দিচ্ছে তালিবান

ভূমিকম্পে মৃতের সংখ্যা ঝপাঝপ কমিয়ে দিচ্ছে তালিবান

আফগানিস্তানে পরপর ভূমিকম্প। মৃতের সংখ্য়া ১০০০ ছাড়িয়েছে। হেরাত থেকে প্রায় ৩০ কিমি দূরে আবার কম্পন। তবে তালিবান সরকার মৃতের সংখ্য়া ক্রমশ কমিয়ে দিচ্ছে বলে খবর।

শনিবার কেঁপেছিল আফগানিস্তান। ৩২ বছর বয়সি আব্দুল কুদোস নামে এক বাসিন্দা জানিয়েছেন, হাওয়ায় গাছ নড়লেও ভয় লাগছে। এই বুঝি আবার ভূমিকম্প হল।

তালিবানদের দুর্যোগ মোকাবিলা দফতর প্রথমে জানিয়েছিল ভূমিকম্পে ২০৫৩জন মারা গিয়েছেন। পরে স্বাস্থ্যমন্ত্রী কোয়ালান্দার এবাদ জানিয়েছিলেন এত প্রত্যন্ত এলাকা যে খবর পাওয়া যাচ্ছেন না। তাছাড়া মনে হচ্ছে দুবার করে গোনা হয়ে গিয়েছিল। পরে তিনি জানান ২৪০০জন আহত হয়েছেন। আবার তিনি জানান, ১৩০জন আহত ও ১ জন মারা গিয়েছেন। হেরাত হাসপাতালের অ্যাম্বুল্যান্স ম্য়ানেজার আব্দুল জাহির নুরজাই জানিয়েছেন আগেই কিছু বাড়ি ভেঙেছিল। তার চাঙড় ভেঙে আবার কয়েকজন জখম হয়েছেন।

বুধবারের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩ রিক্টার স্কেলে। আফটার শক ছিল ৫.১, ৪.১। ।

তবে শনিবার ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। তবে বাচ্চার খুব ভয় পেয়ে গিয়েছে। তারা রাতেও ঘুমোচ্ছে না। বাড়ির বাইরে তাঁবুতে থাকছেন অনেকেই। এমন আতঙ্ক গ্রাস করেছে।

রাষ্ট্রসংঘ জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। জেন্দা জান এলাকায় ৬টা গ্রাম কার্যত শেষ হয়ে গিয়েছে।

মহম্মদ নইম বলে এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, এখানে থাকা সম্ভব নয়। একটা ঘরও আর নেই। সব শেষ। ১২জন আত্মীয়ের মধ্য়ে কেউ নেই। এভাবে থাকা সম্ভব নয় আমাদের পক্ষে। খুব ভয় লাগছে।

এএফপি সূত্রে খবর, এমনিতেই আর্থিক সংকটে জেরবার অবস্থা আফগানিস্তানের। তার উপর এই ভূমিকম্প। ওখানে গ্রামীণ এলাকায় বেশিরভাগেরই যৌথ পরিবার। মাটি, কাঠ দিয়ে তৈরি বাড়ি। বহু বাড়ি ভেঙে গিয়েছে।

(Feed Source: hindustantimes.com)