মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন জারি কেন্দ্রের! রাজ্যগুলির কাছে গেল কোন সতর্কবার্তা?

মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন জারি কেন্দ্রের! রাজ্যগুলির কাছে গেল কোন সতর্কবার্তা?

গোটা বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্সের প্রার্দুর্ভাব। আর সেদিকে তাকিয়েই এবার কেন্দ্র করল পদক্ষেপ। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জারি করা হয়েছে একাধিক গাইডলাইন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে পাঠানো হয়েছে সেই সমস্ত গাইডলাইন। যদিও ভারতে মাঙ্কিপক্সের একটিও ঘটনা নেই, তবুও কেন্দ্র আগাম সতর্কতার পথে হাঁটতে শুরু করেছে।

এদিন কেন্দ্রের তরফের বার্তায় স্পষ্ট জানানো হয়েছে যে, এই ইস্যুতে যাবতীয় নমুনা পাঠাতে হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড ডিজিস সারভেইলেন্স প্রোগ্রামের প্রসঙ্গও উত্থাপিত করা হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ার ২১ দিন পর্যন্ত ওই ব্যক্তির সংসর্গে থাকা সকলকে নজরদারির আওতায় রাখতে হবে। এর আগে ২০ মে কেন্দ্রীয় সরকার একটি গাইডলাইন জারি করে জানিয়েছিল যে সমস্ত আন্তর্জাতিক এন্ট্রি পয়েন্ট যেমন,- বিমানবন্দর, বন্দর,সীমান্তে কড়া নজরদারির বিষয়ে। এছাড়াও কেন্দ্র জানিয়েছিল যে , আফ্রিকা থেকে এদেশে আসা যে সমস্ত ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দানা বাঁধবে তাঁদের সকলের নমুনা পুনে এনআইভিতে পাঠানো হবে। চিন, পাকিস্তানের ঘুম ওড়াতে পারে ‘অস্ত্র’ মিসাইল নিয়ে ভারতের নয়া পদক্ষেপ!

এদিকে জানা গিয়েছে গত ১০ দিনে ভারতে ৩ টি মাঙ্কিপক্স সন্দেহে ব্যক্তির নমুনা পরীক্ষা হয়েছে। আর সব কয়টি পরীক্ষার ফলই এসেছে নেগেটিভ। এদিকে, বিভিন্ন দেশে ক্রমেই বেড়ে চলেছে মাঙ্কিপক্সের প্রভাব। মূলত, ইঁদুর ও কাঠবেড়ালি থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে। এই এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, বিভিন্ন সেক্স নেটওয়ার্ক থেকে এই রোগ ছড়িয়ে যাচ্ছে। যৌনাঙ্গের চারপাশে ব়্যাশ ও জ্বর সহ এই রোগের একাধিক উপসর্গ রয়েছে।

(Source: hindustantimes.com)