কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের

কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের
উজ্জ্বল মুখোপাধ্যায়, নয়াদিল্লি : কামদুনির পাশে এবার নির্ভয়ার মা (Nirbhaya Case)। নির্যাতিতার পরিজন ও প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করল আরেক নির্যাতিতার পরিবার। সঙ্গে ‘কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব’। জাতীয় মহিলা কমিশনের (National Women Commission) কাছেও অনুরোধ করব, আশ্বাস নির্ভয়ার মায়ের।

২০১২ সালে কামদুনিকাণ্ডের (Kamduni Case) ঠিক এক বছর আগে দিল্লির বুকে ঘটে যায় আরেক নারকীয় ঘটনা। প্য়ারা মেডিক্য়াল ছাত্রীকে ধর্ষণ ও ভয়ঙ্করভাবে অত্য়াচার।নির্যাতন সহ্য় করতে পারেননি দিল্লির নির্ভয়া। মৃত্য়ুর কাছে হার মানতে হয় তাঁকে। নারকীয় ঘটনার ৮ বছরের ফাঁসি হয় ৪ অপরাধীর।

কিন্তু কামদুনিকাণ্ডে ১০ বছরেও সুবিচার মেলেনি বলে দাবি প্রতিবাদীদের। দোষী সাব্য়স্ত ৬ জনের মধ্য়ে ৪ জনের মুক্তি। তথ্য়প্রমাণের অভাবে মৃত্য়ুদণ্ডপ্রাপ্ত একজনকে বেকসুর খালাস ও বাকি ২ সাজাপ্রাপ্তের মৃত্য়ুদণ্ড রদ করে, আমৃত্য়ু কারাবাসের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হওয়ার কথা ভেবেছে কামদুনি। বুধবার সকালেই দিল্লিতে পৌঁছন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়-সহ ৯ জন। দলে রয়েছেন কামদুনির নির্যাতিতার দুই ভাই-ও। আর বৃহস্পতিবার বিকেলে তাঁরা যন্তরমন্তরে ধর্নায় বসেন। সেখানেই তাঁদের সঙ্গে দেখা করেন নির্ভয়ার মা।

এর আগে, এদিন সকালে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে কামদুনির প্রতিবাদী দল। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে আধঘণ্টা কথা বলেন তাঁরা। কামদুনিকাণ্ডে প্রতিবাদী টুম্পা কয়াল যে সাক্ষাৎ প্রসঙ্গে বলেছেন, রাজ্য়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিভাবে শুনেছে। টিম পাঠাবে গ্রামে। আমাদের সঙ্গে কথা বলবে। সেটা পুজোর পর। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। নিরাপত্তা দেওয়ার।

কামদুনিকাণ্ডে আর এক প্রতিবাদী মৌসুমী কয়াল বলেছেন, দাবি করলাম, পরিবারটা যেন বিচার পায়। বললাম মেয়েটাকে কীভাবে মারা হয়েছে। বললাম কীভাবে বেকসুর খালাস হয়ে গেছে। অনুতপ্ত হলেন। বললেন নিজেরা এটা দেখবেন। পশ্চিমবঙ্গে আসবেন। আমাকে পার্সোনালি বললেন আতঙ্কে আছ? ভয় পাচ্ছ? আমি বললাম গ্রামের মানুষ। অত বুঝি না। পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন।বললেন, পশ্চিমবঙ্গে অনেকবার গেছি। পলিটিকাল হেল্প পাইনি। আপনাদের কেসটায় পুরোপুরি হস্তক্ষেপ করবে।

সুবিচার না পাওয়া পর্যন্ত ল়ড়াই যে থামবে না, তা স্পষ্ট করে দিয়েছে কামদুনি।

(Feed Source: abplive.com)