পুজোর মরশুমে কোন ব্র্যান্ডের স্মার্টফোনের চাহিদা তুঙ্গে? দেখে নিন এক নজরে

পুজোর মরশুমে কোন ব্র্যান্ডের স্মার্টফোনের চাহিদা তুঙ্গে? দেখে নিন এক নজরে

নয়াদিল্লি: এখন সবার পকেটেই স্মার্টফোন। দুনিয়া হাতের মুঠোয়। কিন্তু কোন কোম্পানির স্মার্টফোন সবচেয়ে জনপ্রিয়? আসলে ভারত বিশাল বাজার। কয়েকশো কোম্পানির স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি কোম্পানির নাম সাধারণ মানুষের মুখে মুখে ঘোরে। তারা কারা?

দুর্গাপুজো দিয়ে উৎসব শুরু। তারপর লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা। একেবারে উৎসবের মরশুম। এই সময় অনেকেই নতুন স্মার্টফোন কেনেন। কাউন্টারপয়েন্টের গবেষণা অনুযায়ী, পুজোর সময় ৪০ শতাংশ ভারতীয় স্মার্টফোন কেনেন অনলাইনে। এর সঙ্গে তারা এও জানিয়েছে, দেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডের নাম।

স্যামসাং: ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডের নাম স্যামসাং। ৩৩ শতাংশ গ্রাহক স্যামসাংয়ের ফোন ব্যবহার করেন। গত ত্রৈমাসিকে স্যামসাংয়ের গ্যালাক্সি জে৭ এবং জে২ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য সিরিজ তো আছেই।

অ্যাপল: অ্যাপলের আইফোন সবার স্বপ্ন। দ্বিতীয় স্থানে আছে তারা। ভারতের ১৮ শতাংশ গ্রাহক উৎসবের মরশুমে অ্যাপলের আইফোন কেনেন বলে জানিয়েছে কাউন্টারপয়েন্ট। ২০২৩-এর হিসেব অনুযায়ী, বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপলের আইফোন ১৪ প্রো ম্যাক্স। মোট ২৬.৫ মিলিয়ন ইউনিট শিপিং করেছে অ্যাপল।

শাওমি: তৃতীয় স্থানে আছে শাওমি। ভারতে ১১ শতাংশ গ্রাহক শাওমির স্মার্টফোন ব্যবহার করেন। Xiaomi Redmi Note 5, Redmi Note 5 Pro সবচেয়ে জনপ্রিয়। কাউন্টারপয়েন্ট জানাচ্ছে, অনলাইনে শাওমির স্মার্টফোনের বিক্রি সবচেয়ে বেশি।

ওয়ানপ্লাস: ভারতের ১০ শতাংশ স্মার্টফোন ইউজার ওয়ানপ্লাসের ফোন ব্যবহার করেন। একটা সময় জনপ্রিয়তা এবং বিক্রির দিক থেকে দেশের সেরা ব্র্যান্ড ছিল এটাই। কিন্তু ধরে রাখতে পারেনি। মার্কেট শেয়ার কমতে কমতে এখন নেমে এসেছে চতুর্থ স্থানে।

ওপ্পো: এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ওপ্পো। গত বছরের তুলনায় ২০২৩-এ ওপ্পোর বিক্রি কমেছে। বর্তমানে এই কোম্পানির মার্কেট শেয়ার ৫.৬ শতাংশ। গত বছরের এই সময় ওপ্পোর বাজার শেয়ার ছিল ৯.৯ শতাংশ।

বলে রাখা ভাল, ২০২৩-এর দ্বিতীয় ত্রৈমাসিক থেকে ভারতে ৫জি স্মার্টফোনের বিক্রি ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। শিপমেন্ট বৃদ্ধি পেয়েছে ৫৯ শতাংশ। সোজা কথায়, স্মার্টফোন ইউজাররা ৫জি-র দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরাও বলছেন, এটাই ভবিষ্যৎ।

(Feed Source: news18.com)