জলে ডুবে থাকলেও কিছু হবে না! সস্তার ওয়াটারপ্রুফ স্মার্টফোন কোনগুলো জানেন?

জলে ডুবে থাকলেও কিছু হবে না! সস্তার ওয়াটারপ্রুফ স্মার্টফোন কোনগুলো জানেন?

Waterproof Smartphones: ফোন জলে ডুববে কেন? প্রশ্নটা উঠতেই পারে, তবে ঘটনাটা বিরল হলেও অস্বাভাবিক কিছু নয়। আমরা অনেকেই বেড়াতে যাই নদীর ধারে, পুল পার্টিতে যোগও দিই। দৈবাৎ যদি হাত ফসকে ফোনটা জলে পড়েই যায়? তখন? এ কারণেই ফোনে দরকার আইপি রেটিং, যা ফোনকে জল এবং ধুলো থেকে রক্ষা করে। এবার যদি বিশেষ করে জলপ্রতিরোধী বা ওয়াটারপ্রুফ বৈশিষ্ট্যের কথাই ওঠে, আইপি৬৭ রেটিং বেশ ভাল বলতে হয়, তার চেয়েও বেশি কাজের আইপি৬৮ রেটিং। আইপি৬৮ রেটিং আছে মানে এমনি জল বা নোনা জল, ১.৫ মিটার গভীরতায় নাগাড়ে ৩০ মিনিট ডুবে থাকলেও ফোনের কোনও ক্ষতি হবে না।

দেখে নেওয়া যাক দেশে পাওয়া যায় এমন কোন স্মার্টফোনগুলোয় আইপি৬৮ রেটিং আছে, তাদের দাম কতটা কম, সেটাও রাখতে হবে নজরে।

Motorola Edge 40 Neo

সবচেয়ে কম দামের আইপি৬৮ রেটিংযুক্ত, ১.৫ মিটার গভীর জলে একটানা ৩০ মিনিট ডুবে থেকেও কার্যক্ষমতা না হারানো মডেলের কথা বললে মোটোরালার এই ফোনের দিকে চোখ রাখতে হবে- দাম ২০,৯৯৯ টাকা। তবে, ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে আরও দুই মডেলের কথা বলা যায়, যেগুলো একই ক্ষমতাসম্পন্ন, এরা হল Samsung Galaxy S20 FE 5G আর Moto Edge 30 Pro।

iPhone 11
জলে ডুবে থেকেও কাজ করে যাবে, এমন স্মার্টফোনের কথা বললে আইফোনের নাম আসবেই। অনেকেই ভাবতে পারেন এর দাম তো প্রায় আকাশছোঁয়া! নিশ্চয়ই, তবে সেগুলো সাম্প্রতিক বা তার আগের ভার্সনের মডেলগুলোর। ৬৪ জিবির iPhone 11 এখন মোটামুটি ৩৬,৯৯০ টাকা থেকেই পাওয়া যায়।

Samsung Galaxy S23 Ultra
এবার একটু বেশি দামের দিকে এগোনো যেতে পারে, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের আইপি৬৮ রেটিংযুক্ত ফোন চাইলে Samsung Galaxy S23 Ultra-র নামই সবার আগে উঠে আসবে, এর খরচ শুরু হবে ১,২৪,৯৯৯ টাকা থেকে।

Xiaomi 13 Pro 5G
লক্ষ টাকার উপরে ফোন কেনার সাধ্য আমাদের অনেকেরই নেই, তাই এবার একটু নিচে নামা যেতে পারে, Xiaomi 13 Pro 5G কিন্তু ৭৪,৯৯৯ টাকায় ১.৫ মিটার গভীর জলে একটানা ৩০ মিনিট ডুবে থেকেও কাজ চালিয়ে যাবে।

Google Pixel 7, Pixel 7 Pro
আইপি৬৮ রেটিং আছে, অথচ সেই তালিকায় গুগলের ফোন আসবে না, তাও কী হয়! Google Pixel 7-এর দাম শুরু হয় এদেশে ৩৬,৪৯৯ টাকা থেকে, অন্য দিকে, এর প্রো মডেল নিতে চাইলে খরচ পড়বে ৮৪,৯৯৯ টাকা।

(Feed Source: news18.com)