iPhone 14 বা iPhone 13 কিনতে চান! Flipkart নিয়ে এসেছে লোভনীয় অফার

iPhone 14 বা iPhone 13 কিনতে চান! Flipkart নিয়ে এসেছে লোভনীয় অফার

Flipkart Big Billion Day Sale: এখনও পর্যন্ত iPhone-এর দাম ভারতের সাধারণ মানুষের প্রায় ধরা-ছোঁয়ার বাইরে। কারণ অবশ্যই প্রযুক্তি। ২০০৭ সালে প্রথম বাজারে এসেছিল Apple-এর iOS প্রযুক্তি-সহ iPhone। তারপর থেকে তারা ক্রমাগত উন্নতি ঘটিয়েই চলেছে। সম্প্রতি লঞ্চ করেছে iPhone 15।

ভারতে শুরু হচ্ছে উৎসবের মরশুম। আর এই সময় Flipkart নিয়ে এসেছে বেশ কিছু লোভনীয় সুযোগ। সেগুলি কাজে লাগাতে পারলে iPhone 14 বা iPhone 13 কিনে নেওয়াই যেতে পারে কম দামে। দেখে নেওয়া যাক এক নজরে—

iPhone 14—

২০২২ সালে লঞ্চ হয়েছিল এটি। ১২৮ জিবি স্টোরেজ-সহ iPhone 14-এর দাম এখন ৬৯,৯০০ টাকা। কিন্তু এই সময় Flipkart এই দামের উপর দিচ্ছে ১৮ শতাংশ ছাড়। তার ফলে দাম গিয়ে দাঁড়িয়েছে ৫৬,৯৯৯ টাকায়। এরই সঙ্গে রয়েছে প্রায় ৪১,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়া, কিছু নির্বাচিত ডিভাইস এক্সচেঞ্জ-এ অতিরিক্ত ২০০০ টাকা ছাড়ও মিলবে।

সঙ্গে রয়েছে ব্যাঙ্কের অফার। সব মিলে গেলে যেকেউ পেতে পারেন প্রায় ৫০ হাজার টাকার ছাড়। iPhone 14-এ রয়েছে ১২ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল ক্যামেরা মডিউল এবং একটি ১২ মেগাপিক্সেল সেলফি শ্যুটার। ৬.১-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে-সহ এই ফোনটি A15 Bionic চিপ দ্বারা চালিত।

iPhone 13—

২০২১ সালে লঞ্চ হয়েছিল iPhone 13। এই মুহূর্তে এটি ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া iPhone-গুলির মধ্যে একটি। বাজারে যে ডিভাইসটি ৫৯,৯০০ টাকায় পাওয়া যায় এখন সেটি Flipkart-এ পাওয়া যাচ্ছে ১৩ শতাংশ ছাড়ে, মাত্র ৫১,৯০০ টাকায়। ই-কমার্স সংস্থাটি তারই সঙ্গে দিচ্ছে ২৪,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়া, ICICI বা Axis ব্যাঙ্কের মতো কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড লেনদেনে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে Flipkart। ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার, দু’টোই ব্যবহার করতে পারলে মাত্র ৩০ হাজার টাকায় পাওয়া যেতে পারে একটি নতুন iPhone 13।

৬.১-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে-সহ এই ফোনটি A15 Bionic চিপ দ্বারা চালিত।

Flipkart-এ iPhone 15 আর পাওয়া যাচ্ছে না। তবে ক্রমাগত নজর রাখলে আবারও বড় অফার পাওয়া যেতে পারে।

(Feed Source: news18.com)