ডেটিং অ্যাপে আলাপ! রাতে যুবতীকে বাড়ি আনেন যুবক, ২ দিন পর ঘুম ভাঙতে যা দেখলেন…

ডেটিং অ্যাপে আলাপ! রাতে যুবতীকে বাড়ি আনেন যুবক, ২ দিন পর ঘুম ভাঙতে যা দেখলেন…

নয়াদিল্লি: অনলাইন ডেটিং অ্যাপে আলাপ যুবক-যুবতীর। তার পর আচমকাই ডেটের পরিকল্পনা। কিন্তু সুন্দর মুহূর্ত ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। দিল্লির গুরুগ্রামের ঘটনা। ডেটের নাম করে যুবকের যাবতীয় টাকাপয়সা নিয়ে চম্পট দিলেন যুবতী।

রোহিত গুপ্ত নামের এক যুবকের সঙ্গে জনপ্রিয় এক ডেটিং অ্যাপে আলাপ হয় সাক্ষী নামেক এক যুবতী। তিনি নাকি পায়েল নামেও পরিচিত। অনলাইনে কিছু দিন কথাবার্তা চলার পর ১ অক্টোবর যুবতী তাঁকে দেখা করতে বলেন। সেই যুবতী জানিয়েছিলেন তিনি গুরুগ্রামে থাকেন। সেই রাতে অভিযুক্ত যুবতীর কথা মতো তাঁকে এক পানশালার সঙ্গে দেখা করেন রোহিত। তার পর সেখান থেকে মদ কিনে তাঁরা যুবকের বাড়িতে আসেন।

অভিযোগ পত্রে রোহিত জানান, বাড়িতে পৌঁছনোর পরেই সাক্ষী ওরফে পায়েল নামে সেই যুবতী তাঁকে রান্নাঘর থেকে বরফ আনতে যেতে বলেন। যুবকের আশঙ্কা, তাঁর অনুপস্থিতিতেই পানীয়তে মাদক মিশিয়ে দিয়েছেন অভিযুক্ত। এর ফলে তিনি জ্ঞান হারান। রোহিতের দাবি, সেই মাদক এতটাই কড়া ছিল যে, দু’দিন পর ৩ অক্টোবর তাঁর ঘুম ভাঙে। তিনি দেখেন, তাঁর সোনার চেন, আইফোন ১৪ ম্যাক্স, দশ হাজার টাকা, ডেবিট এবং ক্রেডিট কার্ড নিয়ে চম্পট দিয়েছেন সেই যুবতী।

রোহিতের আরও দাবি, তাঁর ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে নাকি প্রায় ১.৭৮ টাকা তুলে নেওয়া হয়েছে। সেক্টর ২৯-এর থানায় সেই যুবতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও যদিও তাঁকে ধরা যায়নি।

(Feed Source: news18.com)