প্রয়াত প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু হার মানলেন ক্যানসারের কাছে। ২৬ বছর বয়সে জরায়ুর ক্যানসারে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সারা বিশ্বে।
চিনে আয়োজিত ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শীর্ষ ৩০-এ না থাকলেও রেকর্ড গড়েছিলেন কনিষ্ঠদের একজন হয়ে। ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাঁদের একজন ছিলেন শেরিকা ডি আরমাস।
দীর্ঘ সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। যুক্ত ছিলেন একটি ক্যানসার সংস্থার সঙ্গেও। তবে সব কিছুতেই পূর্ণচ্ছেদ পড়ল মাত্র ২৬-এই। তাঁর মৃত্যুতে আরও একবার প্রমাণিত হয়ে গেল জীবন কতটা অনিশ্চিত।