১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের দিকে যাচ্ছে নোকিয়া, খরচ কমাতে বড় সিদ্ধান্ত

১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের দিকে যাচ্ছে নোকিয়া, খরচ কমাতে বড় সিদ্ধান্ত

এবার নোকিয়া কোম্পানির কর্মচারীদের জন্য় খারাপ খবর। কোম্পানির বিক্রি তৃতীয় কোয়ার্টারে প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে বলে খবর। উত্তর আমেরিকায় ৫জি সামগ্রীর বিক্রি ক্রমশ কমতে শুরু করেছে। এদিকে নোকিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, কোম্পানি চাইছে ২০২৪ সালে অন্তত ৪০০ মিলিয়ন ইউরো সঞ্চয় করতে। সেই সঙ্গে পরের বছর অন্তত ৩০০ মিলিয়ন ইউরো সঞ্চয় করতে।

সেক্ষেত্রে কোম্পানিকে ১৪,০০০ কর্মী কমাতে হবে। বর্তমানে কোম্পানির কাছে রয়েছে ৮৬,০০ কর্মী। সেটাই কমিয়ে ৭২,০০০ থেকে ৭৭,০০০ করা হতে পারে। মূলত নোকিয়া সামগ্রিক খরচ কমাতে চাইছে। ১০-১৫ শতাংশ খরচ কমাতে চাইছে নোকিয়া। সেই নিরিখে এবার কর্মীদের উপর কোপ পড়তে পারে বলে খবর।

নোকিয়ার প্রেসিডেন্ট তথা সিইও পেক্কা লুন্ডমার্ক জানিয়েছেন, আমাদের কর্মীদের উপর প্রভাব পড়তে পারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সবথেকে কষ্টকর। নোকিয়াতে আমাদের বহু প্রতিভাবান কর্মীরা রয়েছেন। কিন্তু যাদের সমস্যা হবে এই সিদ্ধান্তে তাদের পাশে আমরা রয়েছি। তবে বাজারের এই অনিশ্চয়তার জন্য় আমাদের এটা করতে হচ্ছে।আমাদের দীর্ঘকালীন লাভ, প্রতিযোগিতা এসবের জন্য এটা করতে হচ্ছে। তবে আগামী দিনে আমাদের কাছে যে সুযোগ আসবে তা নিয়ে আমরা নিশ্চিত।

পরিসংখ্যান বলছে গত বছর নোকিয়ার নেট বিক্রি ৬.২৪ বিলিয়ন থেকে কমে ৪.৯৮ বিলিয়ন হয়ে গিয়েছিল। এলএসইজি পোলে তেমনটাই বলছে।

আসলে ২০ শতাংশ বিক্রি কমে গিয়েছে নোকিয়ার। এর জেরে সামগ্রিকভাবে আয়ও কমেছে। আর তার জেরে এবার কোপ কড়বে কর্মীদের উপর। অন্যদিকে সূত্রের খবর, চলতি বছরের প্রথম দিকে নোকিয়ার প্রতিদ্বন্দ্বী এরিকসন ৮৫০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এটাও ছিল তাদের খরচ কমানোর একটা পন্থা।

এবার কার্যত সেই পথে হাঁটতে চলেছে নোকিয়া। নানা কারণে নোকিয়ার বিক্রি কমে গিয়েছে বলে খবর। বিশ্ব অর্থনীতির নানা টালমাটাল পরিস্থিতির জেরেও সমস্যা তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে তার ধাক্কা সামলাতে নানা চেষ্টা করছে নোকিয়া। তবে খরচ কমাতে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে নোকিয়া সংস্থা। সূত্রের খবর, সবথেকে বিক্রি কমেছে উত্তর আমেরিকায়। ভারতে মোটামুটি মাঝামাঝি অবস্থা চলছে।

(Feed Source: hindustantimes.com)