স্ট্রবেরি খেলে আপনার অবস্থাও হতে পারে পামেলা অ্যান্ডারসনের মতো, কেন জানেন

স্ট্রবেরি খেলে আপনার অবস্থাও হতে পারে পামেলা অ্যান্ডারসনের মতো, কেন জানেন

 

স্ট্রবেরি অনেকেরই খুব প্রিয় ফল। কিন্তু আপনি কি জানেন, এই স্ট্রবেরি থেকেই নানা সমস্যা দেখা দিতে পারে। হালে এমনই জানিয়েছে আমেরিকার Food and Drug Administration এবং কানাডার Public Health Agency। সম্প্রতি স্ট্রবেরি এক ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছে অনেকের ক্ষেত্রে।

কী এই বিপদ? হালে দেখা গিয়েছে, স্ট্রবেরির কারণে বাড়ছে হেপাটাইটিস সংক্রমণ। বেশ কিছু কোম্পানির স্ট্রবেরি থেকে মারাত্মক হারে ছড়িয়েছে এই হেপাটাইটিসের সংক্রমণ। এই বিষয়ে তাই সাবধান করেছেন বিজ্ঞানীরা। 

হেপাটাইটিস লিভার বা যকৃতের অসুখ। ভাইরাস ঘটিত কারণে বা অতিরিক্ত অ্যালকোহলের কারণে এই রোগ হয়। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু ওষুধ এবং জৈব টক্সিনের কারণেও এই রোগটি ঘটে।

বেশ কয়েক বছর আগে এ রকমি একটি কারণে হেপাটাইটিসে আক্রান্ত হন বিখ্যাত মডেল এবং অভিনেত্রী পামেলা অ্য়ান্ডারসন। তখনও চিকিৎসকরা সন্দেহ করেছিলেন, এমনই কোনও কারণে তিনি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন। যদিও সেই সময়ে হেপাটাইটিস সি-এর কোনও ওষুধ ছিল না। তবে এখন এই রোগের নানা ওষুধ রয়েছে।

কিন্তু তার পরেও স্ট্রবেরির কারণে হওয়া হেপাটাইটিস থেকে সাবধানে থাকতে বলেছেন চিকিৎসকরা। কয়েকটি বিশেষ কোম্পানির প্যাকেট করা স্ট্রবেরি খেতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, মার্চ থেকে এপ্রিলের মধ্যবর্তী সময়ে উৎপাদিত স্ট্রেবরি না কিনতে।

 

(Source: hindustantimes.com)