1000 Rupees Notes: ফিরছে ১০০০ টাকার নোট? জেনে নিন কী বলল রিজার্ভ ব্যাংক…

1000 Rupees Notes: ফিরছে ১০০০ টাকার নোট? জেনে নিন কী বলল রিজার্ভ ব্যাংক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ২০০০ টাকার নোট বাতিল। হাজার টাকার নোট কি ফিরছে? জল্পনা ছিল তুঙ্গে। ‘হাজার টাকার নোট আর ফেরানো হবে না’, স্পষ্ট জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক।

সাত বছর পর। ২০১৬ সালে যখন দেশে নোটবন্দি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন বাতিল হয়ে গিয়েছিল ১ হাজার টাকার নোট। পরিবর্তে এসেছিল ২ হাজার টাকার নোট। সেই নোট ছাপাও বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবশ্য দেশে বৈধ ছিল ২০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছিল, ওই সময়ের মধ্যে ব্যাংকে ২ হাজার নোট জমা দিয়ে অন্য নোট নিতে পারবেন গ্রাহকরা।

এদিকে এটিএম থেকে এখন বেশিরভাগই ৫০০ টাকার নোট পাওয়া যাচ্ছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বাজারে যত সংখ্যক ২০০০ এর নোট রয়েছে তার ৭৬ শতাংশ ব্যাঙ্কে জমা পড়েছে। এই পরিস্থিতিতে ১ হাজার টাকার নোট নিয়ে জল্পনা তৈরি হয়।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১৯ মে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণার পর ৩০ জুন পর্যন্ত মোট ২.৭২ লাখ কোটি টাকার ২০০০-এর নোট জমা পড়েছে।

(Feed Source: zeenews.com)