সেন্সরে ‘নো তোয়াক্কা’, আজও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একের পর এক বাউন্ডারি দিলীপের

সেন্সরে ‘নো তোয়াক্কা’, আজও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একের পর এক বাউন্ডারি দিলীপের

চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। মিডিয়ার সামনে মুখ না খোলারও নির্দেশও দেওয়া হয়েছিল। তবে দিলীপ ঘোষের তাতে কিছু যায় আসে না। প্রতিদিনের মতো আজও ভোর সাড়ে পাঁচটায় ইকো পার্কে এলেন। শরীর চর্চার পর মুখোমুখি হলেন সাংবাদিকদের। জানিয়ে দিলেন, কোনও চিঠি তিনি এখনও হাতে পাননি। দিলীপ ঘোষের দাবি, কিসের সেন্সর? আমি দলের চিঠি পাইনি। মিডিয়া আমাকে একটা চিঠি দেখিয়েছে। অর্থাত চিঠির বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এদিন বলেন, ‘জানি না এ ধরনের চিঠি মিডিয়াতে কি করে আসে। এটা মিডিয়ার ব্যাপার না। সংগঠনের ব্যাপার চিন্তার ব্যাপার হচ্ছে, এরমধ্যে আমার কিছু করার নেই। যারা এধরনের খবর প্রচার করছেন তারা এর উত্তর দিতে পারবেন। আমি এখনও চিঠি পাইনি। এটা পার্টির ব্যাপার। যারা চিঠি লিখেছেন, তাঁরা জানেন। মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে কিনা জানি না।’ এরপর দিলীপ আরও বলেন, ‘যাঁরা আমাকে আটটা রাজ্যের দায়িত্ব দিলেন তাঁরা সত্যি সত্যি চিঠি লিখেছেন কিনা, আপনারা জানেন? এর আগে একাধিক চিঠি ভাইরাল হয়েছে মিডিয়াতে। আপনারা দেখেছেন।’

এরপর দিলীপ বলেন, ‘সংযত থাকার বিষয়ে বলা হয়েছে। আমি চিরদিনই সংযত আছি। আমি প্রয়োজনের বাইরে বলি না। আমরা বিরোধী পার্টি। সরকার ভুলভ্রান্তি করলে অকর্মণ্য আওয়াজ তুলি। লোক আমাকে বিরোধীপক্ষের নেতা বানিয়েছে। আমি জীবনে কোনওদিন কারোর রাস্তা আটকাইনি। আর আমি নিজের রাস্তা নিজে তৈরি করেছি। সেই রাস্তায় হাঁটি। দল বিড়ম্বনায় পড়ছে কিনা, তা দেখার জন্য দলে লোক আছে। তাঁরা দেখবেন। পার্টির কর্মীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করব।’

(Source: hindustantimes.com)