Vladimir Putin: চোখ উলটানো, মেঝেতে লুটিয়ে পড়ে পুতিন! হদরোগে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট

Vladimir Putin: চোখ উলটানো, মেঝেতে লুটিয়ে পড়ে পুতিন! হদরোগে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেবিলের খাবার ওলট-পালট। মেঝেতে লুটিয়ে পড়ে পুতিন। চোখ উলটানো। ঘর থেকে উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। এমনই দাবি করা হয়েছে রাশিয়ার জেনারেল এসভিআর চ্যানেলে। তারপরই জোর জল্পনা ছড়িয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির হৃদরোগ নিয়ে। পুতিন নাকি হৃদরোগে আক্রান্ত! এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

রাশিয়ার জেনারেল এসভিআর চ্যানেলে উল্লেখ, রবিবার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবনের শোয়ার ঘরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পুতিন। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান পুতিন। ভারী কোনও কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা এসে দেখেন যে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে ৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিন। চোখ ওলটানো। ওদিকে বিছানার পাশের টেবিলের খাবার ওলট-পালট।

নিরাপত্তারক্ষীরাই ছুটে এসে পুতিনকে উদ্ধার করেন। খবর পেয়ে আসেন চিকিৎসকরাও। চিকিৎসকরা এসে পুতিনকে সুস্থ করে তোলেন। পুতিনের চিকিৎসার জন্য তাঁর বাড়িতেই একটি বিশেষ মেডিক্যাল সেন্টার তৈরি করা রয়েছে। বর্তমানে সেখানেরই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি পুতিন। তবে রাশিয়ার সরকারের তরফে এই নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

(Feed Source: zeenews.com)