বাংলাদেশঃ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব 

বাংলাদেশঃ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের দুর্গোৎসব।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলের দিকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দেবীর প্রতিমা বিসর্জন। বিসর্জনের আগে প্রায় প্রতিটি মণ্ডপেই ছিল নিত্য ও সাংস্কৃতিক আয়োজন।

শরতের শিউলি ও কাশফুলের বিছানো উঠানে দেবীকে বরণ করে নিয়েছিলেন প্রতিটি হিন্দু পরিবারের লোকেরা। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই এই উৎসবটি পালন করেছেন সনাতনরা। পূজা শেষেও একই উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে শেষ করেছেন এবারের দুর্গোৎসব। রাত পর্যন্ত চলবে এ বিসর্জন।

জেলায় ৩৫৬ টি পূজা মণ্ডপের দশমী পূজার পর দেবীকে সিঁদুর পরিয়ে বিসর্জন দেওয়া হয়েছে। জেলার অস্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা সকলেই যার যার সুবিধামতো পুকুর, দিঘী, নদীতে বিসর্জন দিয়েছে। এছাড়া স্থায়ী মণ্ডপগুলোর দেবীর প্রতিমা অনেকেই পরের বছর বিসর্জন দিবে বলে রেখে দেন।

সদর উপজেলার রুহিতপুর সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপের পূজা মণ্ডপী পরিমল মণ্ডল জানান, সকাল ৯ টার দিকে আমাদের মণ্ডপের দশমী পূজা শুরু হয়ে দুপুর ১২ টার দিকে শেষ হয়। বিকেল দিকে দেবীকে সিঁদুর পরিয়ে সন্ধ্যার পর বিসর্জনের পালা শুরু হবে। প্রতিবছরের মতো এবারও মণ্ডপের প্রতিমা আমরা পাশের দীঘিতে বিসর্জন দিব।

শাস্ত্র থেকে জানা গেছে, এবার দেবীদূর্গা ঘোটকে আগমন ও ঘোটকে গমন করবেন। গত শুক্রবার মহাষষ্ঠীর দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস দিয়ে শুরু হয় দূর্গাপূজা।

এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী ও মহানবমীতে দেবীর নবরাত্রির ব্রত সমাপন শেষে আজ দশমী পূজা মধ্য দিয়ে শেষ হয়েছে দূর্গাপূজা। ৫ দিনের পূজা শেষে দেবীকে বিসর্জনে বিদায় দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, মুন্সীগঞ্জে এ বছর ৩৫৬ টি মণ্ডপে দূর্গাপূজা করা হয়েছে।

আজ সকালে দশমী পূজার পর বিকেল থেকে হিন্দু সম্প্রদায়ের নারীরা প্রতিটি পূজা মণ্ডপে দেবীদূর্গাসহ লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতীকে সিঁদুর পরাবে। পরে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে।

(Feed Source: sunnews24x7.com)