SA vs BAN | World Cup 2023: প্রোটিয়াদের রান বন্যা, মোকাবিলায় মাহমুদুল্লাহের সেঞ্চুরি! তবুও তলিয়ে গেল বাংলাদেশ

SA vs BAN | World Cup 2023: প্রোটিয়াদের রান বন্যা, মোকাবিলায় মাহমুদুল্লাহের সেঞ্চুরি! তবুও তলিয়ে গেল বাংলাদেশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ( SA vs BAN, World Cup 2023) ম্য়াচ। আইদেন মারক্রমের টিম মঙ্গলবার প্রথমে ব্য়াট করে পাঁচ উইকেট হারিয়ে তুলেছিল পাঁচ উইকেটে ৩৮২ রান। জবাবে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) ‘বাঘ’বাহিনী গুটিয়ে গেল ২৩৩ রানে। দক্ষিণ আফ্রিকা জিতল ১৪৯ রানে।

টস জিতে এদিন প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আবারও জ্বলে উঠলেন দলের তারকা ওপেনার কুইন্টন ডি কক। ১৪০ বলে তিনি করলেন ১৭৪ রান। তিন ঘণ্টা ১২ মিনিট ক্রিজে থেকে দক্ষিণ আফ্রিকার মারকুটে ওপেনার ১৫টি চার, ৭টি ছয় হাঁকান। ব্য়াট করেছেন ১২৪.২৮ এর স্ট্রাইক রেটে। এই নিয়ে দেখতে দেখতে, চলতি বিশ্বকাপে সেঞ্চুরির হ্য়াটট্রিক হয়ে গেল ডি ককের। আর তার সঙ্গেই বিশ্বরেকর্ডে নিজের নাম লেখালেন ডি কক। যিনি বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বলবেন আলবিদা।

এক বিশ্বকাপে তিন বা তার বেশি সেঞ্চুরিকারী ব্য়াটার হিসেব ডি ককের নাম নথিভুক্ত করা হল সাতে। এলিট ক্লাবে রয়েছেন রোহিত শর্মা, কুমার সঙ্গাকারা ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ডি কক কিন্তু সেঞ্চুরির মুখ দেখেননি। তবে এবার ক্রিকেট বিধাতা তাঁর ঝুলি ভরে দিলেন শতরানের বন্য়ায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৪ বলে করেছিলেন ১০০। এরপর লখনউয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ম্য়াচ জেতানো ১১০। ডি কক এদিন ছাপিয়ে গেলেন প্রোটিয়া মহারত্ন এবি ডি ভিলায়ার্সকে। ২০১৫ বিশ্বকাপে এবিডি-র ব্য়াট থেকে এসেছিল জোড়া সেঞ্চুরি। এদিন দুই এবং তিনে নামা রেজা হেনরিক্স (১২) ও রাসি ভ্যান ডার ডুসেন (১) ব্য়র্থ হন। তবে চারে নেমে মারক্রম (৬০) ও পাঁচে নামা হেনরিক ক্লাসেন (৯০) দক্ষিণ আফ্রিকাকে এত বড় রান তুলতে সাহায্য় করেন। ছয়ে নেমে ডেভিড মিলারও ১৫ বলে ৩৪ রানের ক্য়ামিয়ো ইনিংস খেলে দেন।

প্রোটিয়াদের রান বন্য়ার মোকাবিলায় বাংলাদেশ কার্যত অসহায় আত্মসমর্পণ করে। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে শুরু করে। প্রোটিয়া পেসারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পদ্মাপাড়ের ক্রিকেটীয় দেশ। তবে এহেন ভাঙনেও বুক চিতিয়ে লড়াই করলেন ছয়ে নামা মাহমুদুল্লাহ। তিনি ব্য়াট হাতে ক্রিজ আগলে না রাখলে, বাংলাদেশ ১০০ রানও পার করতে পারত কিনা সন্দেহ আছে। মাহমুদুল্লাহ ১১১ বলে ১১১ রান করেন। বিশ্বকাপের আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান করার ইতিহাস লেখেন তিনি। এদিন তিন উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। মার্কো জানসেন, লিজাড উইলিয়ামস ও কাগিসো রাবাদা দুই উইকেট করে পেয়েছেন। এক উইকেট এসেছে কেশব মহারাজের ঝুলিতে।

(Feed Source: zeenews.com)