একটু হলেও কাটল শীতলতা, কানাডার জন্য শর্তসাপেক্ষে ভিসা পরিষেবা চালু ভারতের

একটু হলেও কাটল শীতলতা, কানাডার জন্য শর্তসাপেক্ষে ভিসা পরিষেবা চালু ভারতের

নয়াদিল্লি: প্রায় এক মাস পরে, অবশেষে কানাডাবাসীর জন্য ফের ভিসা পরিষেবা চালু করল ভারত৷ ওটাওয়ার ভারতীয় হাই কমিশনের তরফে বুধবার জানানো হয়েছে, আগামিকাল, অর্থাৎ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়ার কাজ পূর্ব পদ্ধতি অনুযায়ী শুরু হবে। তবে, দু’দেশের মধ্যে শৈত্য কমলেও, টানাপোড়েন এখনও মেটেনি বলেই সূত্রের খবর৷

গতমাসে কানাডার মাটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিঝ্ঝরের মৃত্যুতে ভারতীয় চরদের ভূমিকা রয়েছে বলে কানাডার সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন, সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ শুধু তাই নয়, একাধিক ভারতীয় কূটনীতিক ও আধিকারিককে পত্রপাঠ এদেশে ফেরত পাঠানোর তোড়জোড়ও শুরু করেছিল সেই দেশ৷ একাধিক জায়গায় ভারত বিদ্বেষের হিংসার ঘটনাও ঘটে৷ কানাডায় বসবাসকারী ভারতীয়, বিশেষত পড়ুয়াদের জন্য সতর্ক বার্তা জারি করে কেন্দ্রীয় সরকার৷

সেই সময় কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন কানাডায় অবস্থিত দূতাবাস এবং কনস্যুলেট বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না৷

ওই পরিস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নেয় বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া আপাতত স্থগিত।

(Feed Source: news18.com)