জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে ধৃত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মৃত্যুদণ্ডের নির্দেশ কাতারের আদালতের। আর এই নির্দেশ আসার পরই তৎপর দিল্লি। আদালতের এই মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে দিল্লি। ধৃত ৮ প্রাক্তন অফিসারের জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়ে দেয়া কাতারের আদালয়। দফায় দফায় তাঁদের হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। শেষে বৃহস্পতিবার ৮ জনকেই মৃত্যুদণ্ডের নির্দেশ কাতারের আদালতের। স্বাভাবিকভাবেই আদালতের এই নির্দেশ জানার পর হতবাক দিল্লি। কারণ কোন মামলায় ওই ৮ জনকে জেলে রাখা হয়েছিল, সেটাও কাতার প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি বলে অভিযোগ।
আদালতের নির্দেশের পরই বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “মৃত্যুদণ্ডের নির্দেশে আমরা হতবাক। রায়ের সম্পূর্ণ প্রতিলিপির জন্য অপেক্ষা করছি। ধৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও কথাবার্তা চলছে। সবদিক খতিয়ে দেখছি আমরা।” যে ৮ জন প্রাক্তন নৌসেনা অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাঁরা হলেন, ক্যাপ্টেন নভ্যোতেজ সিংহ গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কম্যান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং নাবিক রাগেশ। এঁদের মধ্যে অনেকে যুদ্ধজাহাজেও একসময় নেতৃত্ব দিয়েছেন।
গত বছর ৩০ অগাস্ট কাতারের গুপ্তচর সংস্থা স্টেট সিকিওরিটি ব্যুরো ৮ জনকে গ্রেফতার করে। সেইসময় একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন তাঁরা। কাতারের সশস্ত্রবাহিনীকে প্রশিক্ষণ প্রদানকারী দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস সংস্থায় কর্মরত ছিলেন তাঁরা। কাতারের তরফে সরকারিভাবে গ্রেফতারি নিয়ে কিছু জানানো না হলেও, সূত্রের খবর, ওই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। কাতারের উন্নত সাবমেরিনগুলির বিষয়ে তাঁরা ইজরায়েলকে তথ্য পাচার করেন বলে অভিযোগ। অত্যাধুনিক ওই সাবমেরিনগুলি এমন এক মেটেরিয়াল দিয়ে ঢাকা থাকে, যার কারণে তাদের শনাক্ত করা কঠিন হয় যুদ্ধের সময়ে।
২০২২-এর ৩০ অগস্ট রাতে ওই ৮ জনকে গ্রেফতার করে কাতার পুলিস। সেপ্টেম্বর মাসে ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপরই ওই ৮ অফিসারকে আইনি সাহায্য় দিতে এগিয়ে আসে ভারত সরকার। ভারতীয় দূতাবাসের তরফে কাতারে গিয়ে ওই ৮ জনের সঙ্গে দেখা করা হয়। পাশাপাশি ওই অফিসারের পরিবারের সদস্যদের নিয়মিত কাতার যাতায়াতের ব্যবস্থাও করে দিয়েছে দূতাবাস।
(Feed Source: zeenews.com)