বাংলাদেশঃ শিশু অপহরণ, ২ ব্যক্তির কারাদণ্ড

বাংলাদেশঃ শিশু অপহরণ, ২ ব্যক্তির কারাদণ্ড

জেলা প্রতিনিধি: রাজশাহীতে শিশু অপহরণ মামলায় ২ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চারঘাটের গোপিনপুর এলাকার কামরুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার তাতারপুর মণ্ডলপাড়া এলাকার মকবুলের ছেলে রাজীবুল ইসলাম ওরফে রাজীব।

তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমান ও রাজীবুল ইসলাম ওরফে রাজীবকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এ আইনজীবী আরও জানান, আসামিদের হাজতবাস (যদি থাকে) তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। এছাড়া এ মামলায় সিরাজুল ইসলাম নামের ১ জনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

(Feed Source: sunnews24x7.com)